তথ্য গোপনীয়তার নীতিমালা

২৩ জুলাই ২০১৮ থেকে কার্যকর।

 

গ্রাহকদের গোপনীয়তা রক্ষা ও তথ্য সংরক্ষণে বেনারনিউজ দায়বদ্ধ।

বেনারনিউজ আপনার ইমেইল ঠিকানা ছাড়া অন্য কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। আপনি যদি কোনো ধরনের প্রতিবেদনের গ্রাহক হয়ে থাকেন তবে শুধু সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো আপনাকে পাঠানোর জন্য আমরা আপনার ইমেইল ঠিকানা ব্যবহার করি। আপনার ইমেইল ঠিকানা আমাদের কাছে সুরক্ষিত এবং তা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হবে না।

কিছু কিছু প্রতিবেদনের ক্ষেত্রে, বেনারনিউজ Mailchimp (https://mailchimp.com) নামের একটি প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে থাকে। Mailchimp কে আমরা শুধুই আপনার ইমেইল ঠিকানা সরবরাহ করি।

আপনি যখন www.benarnews.org ব্রাউজ করেন, পড়েন বা সেখান থেকে কোনোকিছু ডাউনলোড করেন, তখন বেনারনিউজ স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজিং-এর লগ ফাইল এবং ব্যবহারকারীর হার্ড ড্রাইভে সংরক্ষিত ব্রাউজিং সংক্রান্ত তথ্য বা ‘কুকিজ’ থেকে আপনার ওয়েব ব্যবহার সংক্রান্ত নিচের তথ্যগুলো সংগ্রহ করে:

  • যে যন্ত্র থেকে বেনারনিউজ ওয়েবসাইট দেখা হয়েছে তার আইপি বা ইন্টারনেট প্রটোকল এর ঠিকানা;

  • যে ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমেরে মাধ্যমে বেনারনিউজ সাইট দেখা হয়েছে তার তথ্য;

  • বেনারনিউজ সাইট দেখার তারিখ ও সময়;

  • আপনি যদি অন্য কোনো ওয়েব সাইটের লিংকের মাধ্যমে www.benarnews.org এ এসে থাকেন তবে সেই ওয়েবসাইটের ঠিকানা; এবং

  • আপনি বেনারনিউজের নতুন নাকি পুরোনো পাঠক সে সংক্রান্ত তথ্য।

বেনারনিউজে আপনার লেখা

আপনি যদি বেনারনিউজ ওয়েবসাইটে কোনো মন্তব্য করেন, অথবা বেনারনিউজের কাছে কোনো ইমেইল, ছবি, প্রতিবেদনের ধারণা বা অন্য কোনো লেখা বা উপকরণ পাঠান তবে বেনারনিউজ শুধু ওপরে উল্লেখিত তথ্যগুলো সংগ্রহ ও সংরক্ষণ করে। এছাড়া, বেনারনিউজ আপনার পাঠানো উপকরণের সম্পূর্ণ বা আংশিক প্রিন্ট নিতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কে কোন জায়গা থেকে উপকরণগুলো পাঠিয়েছেন সেই তথ্য প্রকাশও করতে পারে।

তথ্যের ব্যবহার

সংগৃহীত তথ্য যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়: ইমেইলের উত্তর দেয়া, ইমেইল প্রেরণকারীর অবস্থানের তালিকা তৈরি, অনলাইন জরিপের জন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ। এছাড়া তথ্য সংগ্রহের সময় যদি সুনির্দিষ্টভাবে অন্য কোনো উদ্দেশ্য উল্লেখ করা হয়ে থাকে, তবে সেসব ক্ষেত্রে।

ব্যক্তির পরিচয়মূলক যেসব তথ্য বেনারনিউজ সংগ্রহ করে, তা বাইরের কাউকে সরবরাহ করা হয় না। যেসব তথ্য ব্যক্তির পরিচয়মূলক নয়, তা বাইরের সেবা সংস্থার কাছে সরবরাহ করা হতে পারে। (যেমন ব্যবহারকারী সংক্রান্ত গবেষণার উদ্দেশ্যে)

তবে আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে (বিশেষত যুক্তরাষ্ট্রের আইন) বেনারনিউজ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করতে পারে। যদি কখনো বিশ্বাস করার কারণ থাকে যে বেনারনিউজ ওয়েবসাইটের অপব্যবহার বা অননুমোদিত ব্যবহার রোধ, বা বেনারনিউজের সম্পত্তি, কর্মী বা ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য কারো ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করা অপরিহার্য; সেক্ষেত্রে বেনারনিউজ কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করতে পারে।

শিশু

বেনারনিউজে কোনো মন্তব্য করা কিংবা কোনো উপকরণ পাঠানোর জন্য আপনাকে কমপক্ষে ১৩ বছর বয়স্ক হতে হবে। আপনার বয়স যদি ১৩ বছরের কম হয় তবে, আপনার নাম, ঠিকানা, ইমেইল এ জাতীয় ব্যক্তিগত তথ্য পাঠাবেন না। আমরা যদি দেখি যে ১৩ বছরের কম বয়েসি কোনো শিশুর তথ্য আমাদের ওয়েবসাইটে সংগৃহীত হয়েছে, তবে যত দ্রুত সম্ভব আমরা তা মুছে ফেলব।

১৩ থেকে ১৮ বছর বয়স্ক ব্যবহারকারীরা কোনো ধরনের ব্যক্তি পরিচয়মূলক তথ্য পাঠানোর আগে অবশ্যই নিজেদের অভিভাবকদের অনুমতি নিতে হবে।

সংযুক্ত অন্যান্য সাইট

কোনো কোনো ক্ষেত্রে বেনারনিউজ ওয়েবসাইট অন্যান্য সাইটের সাথে লিংকযুক্ত থাকতে পারে। তবে ওইসব সাইটের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালার বিষয়ে বেনারনিউজ দায়ী নয়।

নীতিমালা বিষয়ক ঐক্যমত্য

বেনারনিউজ যে কোনো সময় নিজ থেকে নীতিমালা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। কেউ বেনারনিউজ ওয়েবসাইট ব্যবহার করার সাথে সাথে তা বেনারনিউজের নীতিমালার সাথে ব্যবহারকারীর ঐক্যমত্য হিসেবে গণ্য হয়ে থাকে। অনুগ্রহ করে বেনারনিউজের ব্যবহার সংক্রান্ত নীতিমালা পড়ে ওয়েবসাইট ব্যবহারের অন্যান্য নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা নেবার জন্য অনুরোধ রইল।

বেনারনিউজ ফেসবুক, টুইটার, ইউটিউব, আইটিউন স্টোর ও গুগল প্লেসহ অন্যান্য ওয়েব সাইটে ব্যাপকভাবে পরিবেশিত। ওইসব সাইটের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা বিষয়ে বেনারনিউজ দায়ী নয়।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।