বাংলাদেশে গরু চোরাচালান বন্ধ করবে ভারত
2015.04.02

বাংলাদেশিরা যাতে গরুর মাংস খাওয়া ত্যাগ করেন, সেজন্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার আগরতলা সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফ সদস্যদের এই নির্দেশ দেন।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পুরো ভারতে গরুর মাংস নিষিদ্ধ করতে ভারত সরকার জনসংযোগ শুরু করার পরই এমন ঘোষণা আসল। সীমান্ত দিয়ে বাংলাদেশে যাতে গরু আসতে না পারে সেজন্য বিএসএফ সদস্যদের সদা প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘সীমান্তে গরু চোরাচালানের বিরুদ্ধে কঠোর টহলব্যবস্থা জোরদার করার পর সম্প্রতি বাংলাদেশে গরুর মাংসের দাম ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই টহল আরো বাড়ানো হলে চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে বাংলাদেশে গরুর মাংসের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যাবে। আর দাম বেড়ে বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া ছেড়ে দেবে।’
ভারতের সরকারি পরিসংখ্যান মতে, ২০১৪ সালে ১৭ লাখ গরু ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসেছে।
এর আগে রবিবার স্বারাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এনডিএ জোট সরকার সারা দেশে গরু জবাই বন্ধ ও এর মাংস খাওয়া নিষিদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। গরু জবাই এ দেশে মেনে নেয়া হবে না।
ঐ সভায় রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে আরো শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে আমরা আরো ভালো ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, সরকার কয়েক মাস আগে গরু চোরাচালান, মাদক ও নকল ভারতীয় রুপির নোট পাচার বন্ধের জন্য একটি কমিটি গঠন করেছে। তারা ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে।
ভারতের মহারাষ্ট্র, হরিয়ানা,গুজরাট ও মধ্যপ্রদেশ রাজ্যে গরু পাচার ও গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।মহারাষ্ট্রে ও হরিয়ানায় কেউ গরু পাচারের ব্যবসা ও গরু জবাই-এর সাথে জড়িত থাকলে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের জেল এর আইন রয়েছে।
রাজনাথ আরো বলেছেন যে, ভারতের যে সকল রাজ্য থেকে গরু পাচার হয়ে থাকে সেসব রাজ্যের চীফ মিনিস্টারদের সঙ্গে তিনি পাচার বন্ধের বিষয় নিয়ে কথা বলবেন।
সম্প্রতি রাজনাথ ইঙ্গিত দিয়েছেন, ভারতে গরু জবাই সম্পূর্ণভাবে বন্ধ করার উদ্যোগ নেবেন।
বিশ্বে ভারত ব্রাজিলের পর ২য় বৃহত্তম গরুর মাংশ রপ্তানীকারক দেশ এবং গরুর মাংশ খাওয়ার দিক থেকে ৫ম বৃহত্তম দেশ।