ইমরানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ঢাকা থেকে কামরান রেজা চৌধুরী
2015.10.27
BD-blogger গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে সম্প্রতি নতুন করে হত্যার হুমকি দেয়া হয়।
ইন্টারনেট

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইসলামিক স্টেটের কথিত এক সমর্থককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ হুমকিদাতা সোহেল মিয়া(২৫)-কে সেখানে একটি বাড়ি থেকে আটক করে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগ দায়ের করা হতে পারে।

গত ১৭ অক্টোবর ফেসবুকে আরাফ-আল-ইসলাম আইএসবি (ইসলামিক স্টেট বাংলাদেশ) নামে আইডি থেকে ইমরানকে হুমকি দিয়ে বলা হয়, দুই বিদেশিদের মতই তাকে হত্যা করা হবে। অক্টোবরের শেষেই তাঁকে হত্যার সময়সীমাও বেঁধে দেয়। সে কথা শাহবাগ থানার জিডিতে উল্লেখ করেন ইমরান।

ময়মনসিংহের গোয়েন্দা শাখার ওসি ইমারত হোসেন গাজী বেনার নিউজকে বলেন, “আমরা মঙ্গলবার ২টার দিকে সোহেল মিয়াকে ইশ্বরগঞ্জ শহরের একটি বাড়ি থেকে আটক করি। সে আমাদের কাছে স্বীকার করে ইমরান সরকারকে হুমকি দিয়েছে। আমরা ঢাকার সিআইডি পুলিশের কাছে তাকে তুলে দেই যেহেতু ঢাকায় অভিযোগটি দায়ের করা হয়েছে”।

তিনি জানান, সোহেল একজন বেকার যুবক এইচএসসি পড়া শেষ করেছে। তার বাবা ময়মনসিংহে একজন অটোরিক্সা চালক।

গাজী আরো বলেন, “সে আমাদেরকে জানায়, ব্যাপক প্রচারের জন্য এই হুমকি সে দিয়েছে। আমরা পরীক্ষা করে দেখছি সে সত্য আড়াল করার জন্য মিথ্যা বলছে নাকি তামাশা করার জন্য এটা করেছে। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে”।

ঢাকার সিআইডি পুলিশের এসপি আব্দুল্লাহেল বাকি বেনারকে বলেন, আমরা তদন্ত করে দেখছি জঙ্গিদের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা। তার কাছ থেকে আমরা মোবাইলের সিম কার্ড, ইন্টারনেট মোডেম, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড আটক করেছি।

বাকি জানান, তার বিরুদ্ধে পেনাল কোড অথবা কঠোর তথ্য প্রযুক্তি আইনে মামলা হতে পারে।

ইমরান সরকার এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে বেনারকে বলেন, “এটা নিশ্চিত যে ময়মনসিংহ থেকে এই হুমকিটি দেয়া হয়। সে তার মোবাইল ফোনে মেসেজ লিখে হুমকি দেয়। আমি চাই যে একটা সুষ্ঠু তদন্ত হোক”।

তিনি আর বলেন, অনেক ব্লগারকে হত্যা করার আগে হুমকি দেয়া হয়েছিল।

হত্যায় নিহত ৫ ব্লগারের মধ্যে গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিলো দুই জন, তারা হলেন আহমেদ রাজীব হায়দার, ও নীলাদ্রি চক্রবর্তি। ফেব্রুয়ারিতে মুক্তমনার লেখক-ব্লগার অভিজিত-কে হত্যার আগে ফেসবুকে তাকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।