যাত্রীবাহী বাসে আবারও পেট্রোল বোমা, আগুনে পুড়লো ৭ জন

ঢাকা থেকে জেসমিন পাপড়ি
2015.06.03
BD-bomb যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া একজন আহত যাত্রী বার্ন ইউনিটে। ২জুন,২০১৫
বেনার নিউজ

বাংলাদেশের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় সাতজন দগ্ধ হয়েছেন। যাদের তিনজনের অবস্থা গুরুতর।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় শব-ই-বরাতের রাত পৌনে ১২টার দিকে যাত্রীবাহী একটি বাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। চালকের দাবি, বাসটিতে পেট্রলবোমা ছুড়ে মারা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আলোচনা চলছে। এ কারণে নাশকতার লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংসদে আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধী দল হিসেবে আইন করে জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধের ব্যাপারে একটি বিল মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে সেটি সংসদে উত্থাপন করা হবে।

কুমিল্লার হামলায় জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের ধরতে র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আশরাফ ভুঁইয়া।

এদিকে এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।

কিছুদিন ধরে বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটল। এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের ডাকা ৯২ দিনের টানা অবরোধ-হরতালে বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে নাশকতার ঘটনা ঘটে। ওই সময় অন্তত ১৩০ জন মানুষ দগ্ধ হয়ে মারা যায়।

চান্দিনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তারা হলেন—রাঙামাটির অঞ্জন কুমার দে (৫০), রঞ্জিত শর্মা (৫৯), খোকন আলো চাকমা (৪৫), সুমন চন্দ্র পাল (৪০) ও গোপালগঞ্জের ইমরান (২৬)। বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, অঞ্জনের শরীরের ২৩ শতাংশ এবং রঞ্জিতের ৪৪ শতাংশ পুড়ে গেছে।

অঞ্জন বিশ্বসাহিত্য কেন্দ্রে কেন্দ্রের উপদেষ্টা। শিক্ষক রঞ্জিত রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে অবসরের আগে ছুটিতে গেছেন।
নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লাভলি আক্তার  (২১) নামে দগ্ধ আরো দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাসটির চালক মো. সিরাজ সরদার জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে ইউনিক পরিবহনের বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশে রওনা হয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসটি চান্দিনা উপজেলার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে আসলে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসের বাম দিকের খোলা জানালা দিয়ে পরপর দুটি পেট্রলবোমা ছুড়ে মারে।

তিনি জানান, প্রায় ৭০ কিলোমিটার গতিতে চলা বাসটিতে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। বাস থামানো হলে যাত্রীরা যে যার মত করে নামতে থাকেন। পরে আগুন নেভানো হয়। আগুনে সাতজন যাত্রী দগ্ধ হন। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বেনারকে জানিয়েছেন, পেট্রলবোমায় দগ্ধ হওয়া সাতজনকে প্রথমে জেলার বুড়িরচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে পাঠঅনো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

চলতি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটজনের মৃত্যু হয়। আহত হন ২৫ জন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।