বিশ্বকাপে বিজয় বাংলাদেশে বিরোধী দলের হরতাল শিথিল

বাংলাদেশে প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের জোট বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়ায় বিজয় উৎসব পালনের সুযোগ করে দিতে মঙ্গলবার (১০মার্চ) তাদের ১২-ঘন্টার হরতাল কর্মসূচি তুলে নেয়।
বেনার নিউজ
2015.03.10
BD-cricket বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়ায় বিজয় উৎসব পালন করছে ঢাকার ক্রিকেট-প্রেমীরা।
এএফপি

বাংলাদেশে প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের জোট বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়ায় বিজয় উৎসব পালনের সুযোগ করে দিতে মঙ্গলবার (১০মার্চ) তাদের ১২-ঘন্টার হরতাল কর্মসূচি তুলে নেয়। খবর স্থানীয় গণমাধ্যমের।

অস্ট্রেলিয়ার এডিল্যাডে অনুষ্ঠিত এই খেলায় জয় ছিনিয়ে এনে বাংলাদেশ প্রথমবারের মতো শেষ আট-এ স্থান করে নেয়ায় দেশে এবং প্রবাসে বাংলাদেশিরা আনন্দ- উৎসবে মেতে ওঠে। ঢাকা সহ সারাদেশে ক্রিকেট-পাগল সাধারন মানুষ রাস্তায় মিছিল-শোভাযাত্রা করতে নেমে আসে।

হরতাল শিথিলের মাধ্যমে বিএনপির পক্ষ থেকেও আনন্দ মিছিলের কর্মসূচি নেয়া হয়।রাজধানীতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের মূল ফটক থেকে বের হলে পুলিশি বাধায় পশ্চিম গেটের পর আর অগ্রসর হতে পারেনি। পরে মিছিলকারীরা প্রেসক্লাবের ভেতরে গিয়ে টাইগারদের বিজয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দনসহ বিভিন্ন স্লোগান দেয়।এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ ও পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী। খবর বাংলাদেশ প্রতিদিনের।

উল্লেখ্য, বিএনপির ডাকে অবরোধ ও হরতাল চলছে ২ মাসেরও বেশি সময় ধরে। এরমধ্যে ২ দফা কয়েকদিনের ইশতেমা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এসএসসি পরীক্ষাও চলছে থেমে থেমে। কিন্তু একবারের জন্যেও বিএনপির পক্ষ থেকে টানা কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয় নাই।

নেতা-কর্মিরা এইসব কর্মসূচিতে পুলিশের গ্রেফতার এড়াতে মাঠে নামে নাই। চোরা-গুপ্ত হামলায় ও পেট্রোল বোমার আক্রমনে যান-বাহনে যাত্রীদের অনেকেই পুড়ে মরে। এ পর্যন্ত ১২৬ জন নারী ও শিশু সহ সাধারন যাত্রী প্রাণ হারায়। কিন্তু বিএনপির প্রত্যাহার করে নেয়া হরতালের দিন ক্রিকেট টিমের বিজয়ে আনন্দ-মিছিলে নেতা-কর্মিদের তেমন উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় নি। বিচ্ছিন্নভাবে কিছু অঙ্গ সংগঠনের কর্মিদের রাস্তায় দেখা যায়।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের দিন ক্রিকেটের এই বিজয়কে স্মরনীয় করে রাখতে দেশব্যাপী আনন্দ-মিছিলে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ক্রিকেট গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে কিন্তু রাজনীতিকরা ঐক্যবদ্ধ করতে পারে নাই।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।