খালেদা আদালতের শুনানিতে যাননি, গ্রেফতারি পরোয়ানা বহাল


2015.03.04
BD-khaleda-620-Marc2015 বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।
এএফপি

দুর্নীতির দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদার অনুপস্থিতিতে বুধবার ৪ মার্চ প্রায় দুই ঘণ্টা শুনানি করে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার পরোয়ানা প্রত্যাহারের আবেদন নথিভুক্ত রেখে আগের আদেশই বহাল রাখেন।
তবে খালেদার বড় ছেলে তারেক রহমান আগের মতোই আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন বলে আদেশে জানানো হয়।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার সাতজন সাক্ষী এদিন উপস্থিত থাকলেও তাদের জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য ৫ এপ্রিল দিন ঠিক করে আদালত মুলতবি করে দেন।
আদেশের পর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় খালেদা জিয়া আইনের দৃষ্টিতে পলাতক। যেহেতু তিনি আত্মসমর্পণ করেননি, সেহেতু তার কোনো আবেদন শোনার সুযোগ নেই।
“তারপরও তার পক্ষে সিনিয়র আইনজীবীরা এসেছেন। এ কারণে তাদের বক্তব্য আদালত শুনেছেন। সবগুলো আবেদন তিনি নথিভুক্ত রেখেছেন, গ্রহণ করেননি।”
গ্রেপ্তারি পরোয়ানার আদেশ স্থগিতে বিচারিক আদালতের পাশাপাশি হাই কোর্টেও একটি আবেদন করেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার  ৫ মার্চ ওই আবেদনের সঙ্গে দুর্নীতির দুই মামলায় খালেদার বিচারক পরিবর্তনের আবেদনের শুনানি হবে বলে তার আইনজীবী জানিয়েছেন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।