প্যারিস হামালার পর জাতীয় সংসদের নিরাপত্তা জোরদার

ঢাকা থেকে কামরান রেজা চৌধুরী
2015.11.16
BD-parliament জাতীয় সংসদ ভবন।
অনলাইন

বৈরুত ও প্যারিসে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে সংসদ ভবনে হামলার আশংকায় রোববার থেকে পুলিশের সশস্ত্র ব্যাটেলিয়ন নিয়োগ করে নিয়মিত নিরাপত্তার অতিরিক্ত প্রহরার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ব্যাপারে ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া বেনার নিউজকে বলেন, “প্যারিস ও লেবাননে এবং বাংলাদেশে গতমাসে সিরিজ আক্রমনের পর জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। সন্ত্রাসীরা গনতন্ত্রের সর্বোচ্চ পীঠ এই সংসদকেও লক্ষ্যবস্তু করতে পারে। আর তাই আমরা সশস্ত্র পুলিশ ব্যাটেলিয়ন নিয়োজিত করেছি এবং সংসদে দর্শনার্থীদের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে”।

প্যারিসে হামলার পর পরই শনিবার স্পীকার শিরিন শরমিন চৌধুরী ডেপুটি স্পীকার মিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরী বৈঠক করতে বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

শিরিন চৌধুরী বেনার নিউজকে প্যারিস হামলার নিন্দা জানিয়ে বলেন, “আমরা সন্ত্রাসবাদের শিকড় তুলে ফেলতে বদ্ধ পরিকর। গনতন্ত্রে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা বাঙ্গালীরা সন্ত্রাসবাদ প্রতিহত করতে সক্ষম”।

নিরাপত্তা ব্যবস্থা আগেই জোরদার করা হয়েছে যখন দুই বিদেশী হত্যাকান্ড ঘটে। এরপর শিয়াদের তাজিয়া মিছিলে হামলা করে হত্যা এবং প্রকাশকদের উপর হামলা ও তাদের একজনকে হত্যা করা হয়। তল্লাশির দায়িত্বে নিয়োজিত পর পর দুই পুলিশকেও কুপিয়ে হত্যা করা হয়।

ইন্টেলিজেন্ট সাইট গ্রুপের ভাষ্য অনুযায়ী এইসব হত্যাকান্ডের ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে জানালেও সরকারের উচ্চ পর্যায় থেকে বারবারই দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে তাদের দাবী প্রত্যাখ্যান করা হয়।

সংসদের নিরাপত্তা প্রধান সার্জেন্টস-এট-আর্মস কমোডর আশরাফুল হক বেনারকে বলেন, “শনিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিরাপত্তা কড়াকড়ি করতে শুরু করেছি, দর্শনার্থীদের দেহ তল্লাশিও চালানো হচ্ছে”।

তিনি জানান, সশস্ত্র পুলিশ ছাড়াও র‍্যাব, আনসার ও অন্যান্য নিরাপত্তা রক্ষী সংসদের অভ্যন্তরীন নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

ডেপুটি স্পীকার মিয়া আরো জানান, প্রতিদিন কয়েক হাজার ভিজিটর সংসদে আসেন, আমরা তা কমিয়ে ২০০ এর মধ্যে সীমিত রাখছি। তাদের কাউকে মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইজ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছি। প্রতিটি ভিজিটরকে নজরদারীতে রাখা হবে।

নিয়মিত সংসদের অধিবেশন দেখতে আসেন দক্ষিণ বরিশাল জেলার আব্দুল হাদি(৩২) বেনারকে জানান, “ তার এলাকার এমপি এবার তার জন্য পাশ জোগার করতে পারেন নি। আগে সংসদের রিসিপশন পর্যন্ত যেতে পারতাম। এইবার (সোমবার) তার আগেই নিরাপত্তা কর্ডন বসানো হয়েছে, তা অতিক্রম করতে দেয়া হয়নি”।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।