সংসদে প্রধানমন্ত্রী জানালেন,‘পরোয়ানা থানায় পৌঁছানো মাত্রই খালেদা জিয়াকে গ্রেফতার’
2015.03.12
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের গ্রেফতারি ও তল্লাশি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পৌঁছানো মাত্রই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার এবং তার গুলশানের কার্যালয়ে তল্লাশির আদেশ বাস্তবায়ন করা হবে। কারণ দেশের কেউই আইনের উর্ধ্বে নয়। যারা আন্দোলনের নামে নিষ্ঠুরভাবে এতো মানুষ হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। এটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। খবর ঢাকার গণমাধ্যম।
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘আইন তার নিজস্ব গতিতেই চলবে। আর আইন অনুযায়ী সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশের মানুষ বিএনপি-জামায়াত নেত্রী খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও এবং পেট্রোল ঢেলে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথার্থ পদক্ষেপ না নিলে বহু আগেই জনগণ তাঁকে (খালেদা) গুলশানের কার্যালয় থেকে বের করে দিত।’
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ নেতা প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি নেত্রী বাড়ি ছেড়ে কেন কার্যালয়ে গিয়ে বসে আছেন সেটাই রহস্য? উনি এখন আর কোনো রাজনৈতিক নেত্রী নন, জঙ্গিবাদী নেত্রীতে পরিণত হয়েছেন। দেশে জঙ্গীবাদী শাসন প্রতিষ্ঠা করতে উনি জঙ্গি-সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কোনো সুস্থ মানুষ দেশের মানুষকে এভাবে পুড়িয়ে হত্যা করতে পারে না।
উল্লেখ্য, জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয় গত ২৫ ফেব্রুয়ারি। ওই দুই মামলার পরের শুনানির দিনও তা বহাল রাখা হয়। শুনানীর সময় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। খালেদার আইনজীবিরা এই গ্রেফতারী পরোয়ানা বাতিলের আবেদন জানিয়েছেন হাইকোর্টে। আগামী ১ এপ্রিল এই আবেদনের শুনানী অনুষ্ঠিত হবার কথা।