বৃদ্ধা নান ধর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া
2015.03.17
রানাঘাটের ঘটনা কেবল বাংলাকে উত্তাল করেছে তা-ই নয়, বিদেশের কাগজে-কাগজে এ খবর বেরিয়েছে ফলাও করে৷ আমেরিকা বা ইংল্যান্ড, চীন থেকে কেনিয়া– নানা দেশের বিভিন্ন আম্তর্জাতিক নামী কাগজে বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের কাহিনী বেরিয়েছে৷ঙ্খবর আজকাল কলকাতা ও বিডিনিউজ২৪ ঢাকা।
প্রতিটি খবরেই পাঠকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে দেশে আলোড়ন-ফেলা নির্ভয়ার ধর্ষণ-কাহিনী৷ ‘নিউ ইয়র্ক টাইমস’ তাদের হেডলাইনে বলেছে, ভারতের কনভেন্ট স্কুলে সন্ন্যাসিনী ধর্ষিতা৷ কলকাতার ক্যাথলিক আর্চবিশপ টমাস ডি’সুজার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাদের সাংবাদিক৷ তার পর রানাঘাটের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে৷
‘ওয়াশিংটন পোস্ট’-এর হেডলাইনে বেরিয়েছে: ৭০ বছরের সন্ন্যাসিনীকে একটি কনভেন্টে ধর্ষণ করেছে ডাকাতরা৷ এই কাগজ লিখেছে, ধর্ষিতা সন্ন্যাসিনী ছিলেন কনভেন্টের সবচেয়ে বয়স্কা সিস্টার৷ ‘শিকাগো ট্রিবিউন’ একই ভাবে ঘটনার কথা লিখে নির্ভয়া-ধর্ষণের কাহিনীর উল্লেখ করেছে৷
প্রায় সব কাগজেই এই ঘটনাকে নির্ভয়ার ঘটনার মতো নারকীয় বলে বর্ণনা করা হয়েছে৷ কেনিয়ার ‘ক্যাপিটাল নিউজ’-এ ঘটনার কথা জানিয়ে বলা হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রতিবাদ গর্জে উঠছে৷ ইংল্যান্ডের ‘ডেইলি মেল’ খবরটি লিখে বলেছে, কনভেন্টের বৃদ্ধা সন্ন্যাসিনীর জন্য ভারতে প্রার্থনার আয়োজন করা হয়েছে৷
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ বলেছে, সি সি টিভি ফুটেজ দেখে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷ সমস্ত কাগজেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য জানানো হয়েছে৷ এই ঘটনায় মমতা ব্যানার্জি যে দুঃখিত ও ক্ষুব্ধ, সে-কথাও বেরিয়েছে সব আম্তর্জাতিক কাগজে৷ তিনি যে তদম্তের নির্দেশ দিয়েছেন, তারও উল্লেখ করা হয়েছে৷
রানাঘাটের ঘটনায় যে গতিতে তদম্ত চলছে, তাতে খুশি নন আর্চ বিশপ টমাস ডি’সুজা৷ রানাঘাটের ওই মিশনারি স্কুলের সত্তরোধর্ব সন্ন্যাসিনী ‘মাদার সুপিরিয়র’কে ধর্ষণ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সোমবার অ্যালেন পার্কে আর্চ বিশপ অফ ক্যালকাটার পক্ষ থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল৷
সেখানে আর্চ বিশপ টমাস ডি’সুজা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন, তা খুবই ভাল৷ কিন্তু যে গতিতে তদম্ত-প্রক্রিয়া চলছে, তাতে আমরা খুশি নই৷
ঘটনার তিন দিন কেটেও গেলেও এখনও অধরা মূল অভিযুক্তরা৷ দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে৷ তদম্ত আরও ভালভাবে হওয়া উচিত বলেও মম্তব্য করেন আর্চ বিশপ৷ বলেন, এই জমায়েত রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং সংহতি জানাতে সবাই একত্রিত হয়েছি৷
সংখ্যাঘলঘুদের ওপর নেমে আসা আক্রমণ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, বারবারই সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন৷ কেন্দ্রে নতুন সরকার আসার পর এই হামলার ঘটনা বেড়ে গেছে বলেও মম্তব্য করেন তিনি৷
এক সন্ন্যাসিনী বলেন, আমরা মানুষের সেবায় নিয়োজিত৷ প্রবীণ ওই সন্ন্যাসিনীর ওপর যে ঘটনা ঘটেছে তা শুধু তাঁর ওপর নয়, সমগ্র নারীজাতির ওপর আক্রমণ৷ দোষীদের অবিলম্বে শাস্তি হওয়া দরকার৷
ভারতে আবারও গণধর্ষণ
ভারতের তেলেঙ্গানায় একজন অটোরিক্সাচালক আরো তিনব্যক্তিকে নিয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে মানেগুদা গ্রামে রাঙা রেড্ডি জেলায় রোববার এই দলগত ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ বলছে, কাছের একটি গ্রামে যাওয়ার জন্য ওই নারী রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় অভিযুক্ত ওই অটোরিক্সাচালক ওই নারীকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তার রিক্সায় উঠতে বলে।
এরপর ওই অটোরিক্সাচালক আরো তিনজনকে সাথে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন।
৩০ বছর বয়সী ওই নারী পুলিশের কাছে অভিযোগ করার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
নির্ভয়া আইনে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাদের আগামীকাল বুধবার আদালতে হাজির করার কথা রয়েছে।