Follow us

বঙ্গোপসাগরে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় দুই নৌসেনা নিহত

জেসমিন পাপড়ি
ঢাকা
2018-09-27
ই-মেইল করুন
মন্তব্য করুন
Share
প্রশিক্ষণ সফরে অংশ নিতে ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয়। ১ সেপ্টেম্বর ২০১৮।
প্রশিক্ষণ সফরে অংশ নিতে ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয়। ১ সেপ্টেম্বর ২০১৮।
সৌজন্যে: আইএসপিআর

বঙ্গোপসাগরে প্রশিক্ষণ চলাকালে এক দুর্ঘটনায় নৌবাহিনীর দুজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন সদস্য। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল এলাকায় টেস্ট ফায়ারিংয়ের সময় কার্তুজ বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে বেনারকে জানান আইএসপিআর’র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।

নিহতরা হলেন; নৌবাহিনীর পেটি অফিসার এম এম রহমান ও এম মোতালেব। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বঙ্গোপসাগরে নৌ বাহিনীর জাহাজ বিএনএস তিতাসে ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। অস্ত্র তাক করে অনুশীলনের সময় দুইটি কার্তুজের হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণে আটজন আহত হন। পরে দু’জন মারা যান।

দুর্ঘটনার পর আহত ছয়জনকে চট্টগ্রামে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যায় সেখান থেকে তাঁদের হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজি ফজলুল আজীম বেনারকে বলেন, “পতেঙ্গা নৌ ঘাঁটি থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাঁদের কার্তুজ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হন। আরও পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন।”

নৌবাহিনী সূত্রগুলো জানিয়েছে, বিএনএস তিতাস এক ধরনের গানবোট। এতে নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

পুর্ণাঙ্গ আকারে দেখুন