নরসিংদীতে লালন আশ্রমে হামলা: ঢাকায় প্রতিবাদ, এক হামলাকারী গ্রেপ্তার

আহম্মদ ফয়েজ
2023.05.09
ঢাকা
নরসিংদীতে লালন আশ্রমে হামলা: ঢাকায় প্রতিবাদ, এক হামলাকারী গ্রেপ্তার নরসিংদীতে বাউল আশ্রমে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনের আয়োজন করে উন্মুক্ত লাইব্রেরি। ৯ মে ২০২৩।
[বেনারনিউজ]

নরসিংদীর একটি লালন আশ্রমে দুর্বৃত্তদের হামলার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, হামলার নিন্দা জানিয়েছে নিন্দা জানিয়েছে ১৫টি সাংস্কৃতিক সংগঠন।

বেলাব থানা পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বাবলা গ্রাম থেকে শেখ জাহাঙ্গীর নামে হামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল শিল্পীরা বেলাব উপজেলায় লালন আখড়াবাড়ি পুলকিত আশ্রমে সমবেত হন। সোমবার সেখানে তাঁদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। রোববার বিকেলেই স্থানীয় কয়েকজন যুবক আশ্রমে হামলা চালায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তানভীর আহমেদ বেনারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

“এই হামলায় তিন জন বাউল শিল্পী আহত হয়েছেন। ওই যুবকরা আশ্রম ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে পালিয়ে গিয়েছিলেন,” জানান ওসি।

বাউল খোকন চিশতী নিজেও এই হামলায় আহত হয়েছেন। তিনি বাদী হয়ে সোমবার বেলাব থানায় মামলা দায়ের করেন। এতে স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীরকে (৩৫) প্রধান আসামি করা হয়। এছাড়া, তিন জনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আট জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয় এজাহারে।

নাম উল্লেখিত বাকি দুই আসামি হলেন—পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাসিন্দা শাহীন শেখ (৩২) ও একই গ্রামের ফজলু শেখ (৫৮)।

খোকন চিশতী বেনারকে বলেন, “সোমবার পুলকিত আশ্রমে সাধুসঙ্গের দিন ধার্য থাকায় রোববার দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু-ফকির, বাউল শিল্পীরা আশ্রমে উপস্থিত ছিলেন। রোববার বিকেলে শেখ জাহাঙ্গীর এবং শাহীনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন জাহাঙ্গীর আলম ভূঁইয়া নামে কোনো এক ব্যক্তিকে খুঁজতে আশ্রমে প্রবেশ করেন। তাঁকে না পেয়ে তারা আশ্রমে হামলা চালান। তাঁদের বাধা দিতে গিয়ে বাউল শিল্পীরা হামলার শিকার হয়েছেন।”

হামলায় তিনি ছাড়াও শেরপুরের মিন্টু বাউল (৩০) ও খুলনার রিয়াদ ভূঁইয়া (৩২) আহত হয়েছেন, জানান খোকন চিশতী।

হামলাকারীরা বাউলদের তানপুরা, দোতারাসহ সব বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলেছেন।

তবে ওসি তানভীর আহমেদ ঘটনার ভিন্ন বর্ণনা দেন। তিনি বেনারকে বলেন, “রোববার শেখ জাহাঙ্গীর মাতাল অবস্থায় আশ্রমে প্রবেশ করতে চাইলে ভক্তরা তাকে বাধা দেয়। তিনি বাধা উপেক্ষা করে প্রবেশ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ক্ষিপ্ত হয়ে পরে তিনি কয়েকজন সহযোগী নিয়ে গিয়ে আশ্রমে হামলা চালান।”

“হামলাকারীরা লোহার পাইপ ও রড দিয়ে বাউল শিল্পীদের মারধর করেছে এবং এক লাখ টাকা মূল্যের বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলেছে। হট্টগোল শুনে এলাকাবাসী এগিয়ে এলে জাহাঙ্গীর আশ্রমের আসনে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়,” যোগ করেন তিনি।

তানভীর আরও বলেন, “প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং নিয়মিত টহল দেওয়া হচ্ছে।”

খোকন চিশতী বলেন, “সোমবার রাতে পুলিশি নিরাপত্তার মধ্যেই ‘কোনো রকমে’ অনুষ্ঠান শেষ করেছে বাউলরা।”

হামলার প্রতিবাদ

নরসিংদীতে বাউলদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন করেছে উন্মুক্ত লাইব্রেরি নামে একটি সংগঠন।

মানববন্ধন থেকে দোষীদের শাস্তি দাবির পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা দেশের কোথাও না হয় সে বিষয়ে প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নরসিংদীর সাধু আশ্রমে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে ১৫টি সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠন হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

হামলাকারীদের শাস্তি ও গ্রেপ্তার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে।

বিবৃতিদাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে; সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

প্রসঙ্গত, ইউনেস্কো ২০০৫ সালে বাউল সংগীতকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। ইতোমধ্যে ইউনেস্কোর উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বাউল গানের বিশাল ভাণ্ডার থেকে প্রায় ৫০০ গান সংগ্রহ করে সংকলিত করা হয়েছে। শতাধিক গানের ইংরেজি অনুবাদ ও ১৫০টি গানের স্বরলিপি যুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।