জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: বিএনপির সমাবেশে সরকারের পদত্যাগ দাবি

কামরান রেজা চৌধুরী
2022.08.11
ঢাকা
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: বিএনপির সমাবেশে সরকারের পদত্যাগ দাবি জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ। ১১ আগস্ট ২০২২।
[বেনারনিউজ]

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দলের দুইজন নিহত হওয়ার প্রতিবাদে বিরোধী দল বিএনপি আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশে কর্মীদের উপস্থিতি ছিল বেশি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ওই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ চলাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সমাবেশে বাধা দেয়নি। তবে সমাবেশর আশেপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। দেখা গেছে জলকামান ও রায়ট কার। আকাশে উড়েছে ড্রোন, যা নিয়ে সমালোচনা করেছেন বিএনপির নেতারা।

গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক সমাবেশ করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ফেসবুক লাইভে ‘আপত্তিকর’ মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়ে কারাগারে গেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার এক কৃষক। গাংনী থানা পুলিশ জানিয়েছে, তাঁর নাম আবু তালেব (৪২)। তবে আপত্তিকর সেই মন্তব্যের বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

মানবাধিকারকর্মী নূর খান বেনারকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ডিজেলসহ সব জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধির সমালোচনা করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এটিই প্রথম মামলা। সমালোচনার জন্য একজন কৃষককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে জেলে পাঠানো আইনটির অপব্যবহারের একটি নজির বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

বৃহস্পতিবার বিকালে সমাবেশে শুরু হওয়ার আগে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন লড়াই শুরু হয়েছে। এ লড়াই আমাদের প্রাণের লড়াই, বেঁচে থাকার লড়াই এবং দেশ রক্ষার লড়াই।

তিনি বলেন, রাজপথের লড়াইয়ের মাধ্যমে অবশ্যই ‘ফ্যাসিস্ট সরকারকে’ হটাব।

বিএনপির কর্মসূচির সময় আকাশে ড্রোন দেখে ক্ষোভ ঝাড়েন ফখরুল। তার অভিযোগ, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, তাদের ওপর নজরদারি করতে সরকার ইরান থেকে ড্রোন আমদানি করেছে। ফখরুল বলেন, এ কারণে যন্ত্রটি নিয়ে ভয় পান তাঁরা।

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “কালবিলম্ব না করে অবিলম্বে পদত্যাগ করুন। কারণ আপনারা ব্যর্থ। এই মুহূর্তে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠন করতে হবে নতুন সংসদ ও সরকার।”

প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, রোববার জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ২২ আগস্ট থেকে সব উপজেলা ও গ্রাম পর্যায়ে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আন্দোলন বিএনপি সফল করতে পারবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

তিনি বলেন, “আগামী নির্বাচন সামনে রেখে তারা ঢাকা শহরে আন্দোলন করে মাঠ গরম করতে চায়। কিন্তু এটা পারবে না। কারণ গ্রাম পর্যায়ে তাদের সেই ক্ষমতা নেই।”

কৃষকের বিরুদ্ধে মামলা

মেহেরপুর জেলার গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক বৃহস্পতিবার বেনারকে বলেন, “বুধবার রাতে গাংনী উপজেলার সহগলপুর গ্রামে অভিযান চালিয়ে কৃষক আবু তালেবকে আটক করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে জামিন আবেদন নাকচ হয়ে যায়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, শনিবার রাতে ফেসবুক লাইভে এসে জ্বালানির দাম নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর সমালোচনা করেন আবু তালেব।

এই সমালোচনার জন্য একজন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর তাঁকে আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগ।

আ. রাজ্জাক বলেন, আটক আবু তালেব ১০ বছর ধরে সৌদি আরব থাকতেন এবং তিনি দেশে ফিরে কৃষি কাজ করেন।

তিনি বলেন, আবু তালেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, সেজন্য তিনি অনধিক তিন বছর কারাদণ্ডে, অথবা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কোনো ব্যক্তি সেই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে ওই ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে অথবা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মামলাটি দায়ের করেছেন গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান লুইস।

গত ৫ আগস্ট মধ্যরাতে হঠাৎ সকল প্রকার জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণা দেয়া হয়।

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, প্রতি লিটার পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বেনারকে বলেন, “ডিজেলের দাম বৃদ্ধির সমালোচনা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কারাগারে পাঠানোর বিষয়টি আইনটি অপব্যবহারের আরেকটি উদাহরণ।”

তিনি বলেন, “ডিজেলের দাম বাড়লে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হবেন এবং তিনি এই বিষয়ে সরকার অথবা সরকার প্রধানের সমালোচনা করার অধিকার রাখেন। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী অথবা রাজনৈতিক ব্যক্তিরা জনগণের সমালোচনার ঊর্ধ্বে নন।”

“রাজনৈতিক সরকারকে সমালোচনা সহ্য করতে হবে। যদি কোনো সরকার কোনো সমালোচনা গ্রহণ করতে না পারে তাহলে ধরে নিতে হবে যে সেই সরকার গণতান্ত্রিক মানসিকতার নয়,” বলেন অধ্যাপক মিজানুর রহমান।

গত রোববার সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব মিশেল জে. সিজনের সাথে সাক্ষাত করার পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করার বিষয়ে মার্কিন কর্মকর্তার সাথে আলোচনা করেছেন। আইনটির যাতে অপব্যবহার না হয় সেজন্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছে সরকার।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।