ছবি প্রতিবেদন: ঈদযাত্রা, ঈদের প্রস্তুতি

পরিবারের সবার সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। কদিন ধরেই সড়ক, নৌ বা রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। একই সাথে চলছে শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতি।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।

সরকারিভাবে ঈদের ছুটি বুধবার থেকে শুরু হলেও ঈদের পরে সাপ্তাহিক বন্ধ ও বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন বাংলাদেশের মানুষ। যদিও গত বৃহস্পতিবার থেকেই ঈদের জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে।

13.jpg
ঈদের আনন্দ উদযাপনে অনেকের মতোই ঢাকা ছাড়ছেন এই শারীরিক প্রতিবন্ধী তরুণ। ছবিটি কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ৮ এপ্রিল ২০২৪। [জীবন আহমেদ/বেনারনিউজ]
08.jpg
ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবু নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ঢাকার হাইকোর্টের সামনে থেকে তোলা। ৮ এপ্রিল ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]
04.jpg
গ্রামে আত্মীয়স্বজনদের সাথে ঈদ করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ঢাকা ছাড়ছেন অনেকে। ছবিটি টঙ্গী রেলস্টেশন থেকে তোলা। ০৮ এপ্রিল ২০২৪। [মেহেদী রানা/বেনারনিউজ]
06.jpg
গ্রামের বাড়ি ঈদ করতে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী বাস কাউন্টারের সামনে বাসের অপেক্ষায় যাত্রীরা। ৮ এপ্রিল ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]
07.jpg
যাত্রা শুরুর অপেক্ষায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রী মানুষ বোঝাই লঞ্চের সারি। ৮ এপ্রিল ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]
11.jpg
ঢাকার জুরাইন রেললাইনের ওপর অস্থায়ী ঈদ বাজারে কেনাকাটা করছেন ঢাকাবাসী। ৮ এপ্রিল ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]
03.jpg
ঢাকার নয়া পল্টনের একটি দোকানে ঈদের শাড়ি দেখছেন দুই নারী। ৮ এপ্রিল ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]
02.jpg
ঈদ উদযাপনের বিশেষ অনুষঙ্গ মেহেদি। পার্লারে গিয়ে নিজের পছন্দের নকশা অনুযায়ী হাতে মেহেদি নিচ্ছেন এক নারী। ছবিটি রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে তোলা। ৮ এপ্রিল ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]