গ্রামে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পরিবারের সাথে ট্রেনে করে ঢাকা ছাড়ছে দুই শিশু। ছবিটি কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ৮ এপ্রিল ২০২৪।
[সুদীপ্ত সালাম/বেনারনিউজ]
পরিবারের সবার সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। কদিন ধরেই সড়ক, নৌ বা রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। একই সাথে চলছে শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতি।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।
সরকারিভাবে ঈদের ছুটি বুধবার থেকে শুরু হলেও ঈদের পরে সাপ্তাহিক বন্ধ ও বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন বাংলাদেশের মানুষ। যদিও গত বৃহস্পতিবার থেকেই ঈদের জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে।