ঈদ মঙ্গলবার, লাখো মানুষ গ্রামে যাওয়ায় জনশূন্য ঢাকা

বাংলাদেশে ঈদ-উল-ফিতর পালিত হবে মঙ্গলবার। স্বজনদের সাথে ঈদ করতে প্রতিদিন গ্রামের বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ। ফলে যানজটের শহর ঢাকা একেবারেই ফাঁকা।

eid.jpg
ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে যাবার পর প্রায় জনশূন্য রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বর। ২ মে ২০২২। [বেনারনিউজ]