বরাবরের মতোই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে বাংলাদেশের সবচেয়ে বড়ো ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ৩ মে ২০২২।
[ফোকাস বাংলা]
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ পড়ার জন্য ঢাকার পুরানা পল্টন এলাকায় বৃষ্টির মধ্যে জায়নামাজ হাতে নিয়ে যাচ্ছেন কয়েকজন নারী। ০৩ মে ২০২২। [ফোকাস বাংলা]ঈদের দিন পুরান ঢাকার নয়াবাজারে নাগরদোলায় চড়ছে শিশুরা। ৩ মে ২০২২। [ফোকাস বাংলা]ঈদের সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বকেয়া বেতনের দাবিতে অনশন করছেন স্থানীয় আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসের কর্মীরা। ৩ মে ২০২২। [বেনারনিউজ]ঈদের দিন ঢাকার জাতীয় চিড়িয়াখানায় বেড়ানোর জন্য প্রবেশমুখে শিশুদের নিয়ে দর্শনার্থীদের ভিড়। ৩ মে ২০২২। [বেনারনিউজ]কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে ঈদের নামাজ শেষে মোনাজাত করছেন একজন রোহিঙ্গা। ৩ মে ২০২২। [বেনারনিউজ]