বাংলাদেশে পালিত হলো ঈদুল আযহা

2023.06.29
Eid1.jpg

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ২৯ জুন ২০২৩। [বেনারনিউজ]

Eid2.jpeg

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার নামাজের পর বাবার সাথে মোনাজাত করছে একটি শিশু। ২৯ জুন ২০২৩। [বেনারনিউজ]

Eid3.jpg

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ঈদুল আযহার নামাজ শেষে মোনাজাত করছেন শরণার্থীরা। ২৯ জুন ২০২৩। [আব্দুর রহমান/বেনারনিউজ]

Eid4.jpg

ঢাকার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ শেষে বৃষ্টি উপেক্ষা করে কোলাকুলি করছে দুই শিশু। ২৯ জুন ২০২৩। [বেনারনিউজ]

Eid5.jpg

ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্যান রিকশা দিয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছেন কয়েকজন তরুণ। ২৯ জুন ২০২৩ । [বেনারনিউজ]

Eid6.jpg

মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধ ঢাকার গ্রিন রোডে কোরবানির পশুর রক্ত মিশ্রিত পানিতে চলাচল করছে রিকশা ও গাড়ি। ২৯ জুন ২০২৩। [বেনারনিউজ]

Eid7.jpg

ঢাকার উত্তরার দিয়া বাড়ি এলাকায় ঈদের দিন বিকেলে নাগর দোলায় চড়ছে শিশুরা। ২৯ জুন ২০২৩। [বেনারনিউজ]

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।