মিয়ানমারের মর্টারশেলের আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ৫
2022.09.16
কক্সবাজার
মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের তুমব্রু সীমান্তে শূন্যরেখার কাছে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ ইকবাল (১৮)। তাঁর বাবা মতলব হোসেন শূন্যরেখা রোহিঙ্গা শিবিরে বসবাস করেন।
“তুমব্রু সীমান্তে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে,” বেনারকে জানান বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রেজা সারোয়ার।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানান তিনি।
পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া মর্টার শেল এসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
শূন্যরেখার আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে মর্টারশেল ছোড়া হয়। এটি বিস্ফোরণ হলে ৬ জন রোহিঙ্গা আহত হন। তাদের একজন মারা যান, বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হচ্ছেন; সাদিয়া জান্নাত (১০), নবী হোসেন (২২), ভুলু (৪৪) ও আনাছ (১২)। সাবেকুন নাহার নামে একজন আহত হলেও তাঁর বয়স জানা যায়নি। আহতদের সবাই শূন্যরেখার রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সাংবাদিকদের বলেন, মর্টারশেলে হতাহতের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কে আছেন।
এর আগে ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় ৪ টি মর্টার সেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়। এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ।
তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পাঁচ বছর ধরে আশ্রয়শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। আশ্রয়শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড় রয়েছে। পাহাড়ের ওপর দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক তল্লাশি চৌকি রয়েছে।
স্থানীয়রা বলছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনায় বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। চাষিরা মাঠে কাজ করতে পারছেন না।
গত ১৩ আগস্ট থেকে তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি পাহাড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধ চলছে।
মাইন বিস্ফোরণে যুবক আহত
শুক্রবার দুপুরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক যুবক আহত হয়েছেন। অন্য থাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস সাংবাদিকদের বলেন, “সীমান্তে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”