সাড়ে তিন মাস পর জামিন পেলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ও আমীর খসরু

আহম্মদ ফয়েজ
2024.02.14
ঢাকা
সাড়ে তিন মাস পর জামিন পেলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ও আমীর খসরু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করার সময় সমর্থকদেরকে হাত উঁচিয়ে অভিবাদন জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ০৯ জানুয়ারি ২০২৪।
[মেহেদী রানা/বেনারনিউজ]

দীর্ঘ সাড়ে তিন মাস পরে কারামুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে শুরু হওয়া ক্র্যাকডাউনে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ও আমীর খসরুসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এই দুই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন।

বিচারিক আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল বেনারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা জামিনের বিরোধিতা করেছিলাম, কিন্তু আদালত জামিন দিয়েছে।”

বিএনপি নেতা ফখরুল ও খসরুর জামিনের বিরুদ্ধে আপিল করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আমার জানামতে, এই দুই নেতার বিরুদ্ধে দায়ের সব মামলায় তাঁরা জামিন পেয়েছেন। তাই তাঁরা আগামীকাল (বৃহস্পতিবার) কারামুক্ত হতে পারেন,” বলেন তাপস।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় এদিন ফখরুল ও খসরু জামিন পান।

সেদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার পরে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীদের হামলায় মাঝ পথে থেমে যায় সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধীদের ডাকা মহাসমাবেশ।

বিএনপির দাবি, ওই দিনের পর থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত প্রায় ২৫ হাজার বিরোধী নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

দুই নেতা অন্যসব মামলায় আগেই জামিন পেয়েছেন জানিয়ে বুধবার ফখরুল ও খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সাংবাদিকদের বলেন, “এই জামিন আদেশের ফলে তাঁদের মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না।”

বিএনপির মহাসমাবেশের সময় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পল্টন ও রমনা থানায় ফখরুলের বিরুদ্ধে অন্তত ১১টি ও খসরুর বিরুদ্ধে ১০টি মামলা দায়ের হয়েছিল।

বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পুলিশ কনস্টেবল হত্যা, গাড়ি ভাঙচুর, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পত্তির ক্ষতি, পুলিশ কর্মীদের লাঞ্ছিত, দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত।

লড়াই থামবে না: বিএনপি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ২৯ অক্টোবর ফখরুলকে এবং ৩ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে খসরুকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফখরুল ও খসরুর মুক্তির বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেনারকে বলেন, “সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার কৌশল হিসেবে ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশ বানচাল করে হাজার হাজার নেতা-কর্মীদের জেলে ভরেছে।” 

তিনি বলেন, “একই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহজান ওমর আকস্মিকভাবে জামিন পেয়েই আওয়ামী লীগের প্রার্থী হয়ে যাওয়ার মাধ্যমেই প্রমাণিত হয় এখানে সব কিছু কীভাবে চলছে।”

তিনি আরও বলেন, “একজন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী বলেছিলেন, বিএনপি নেতারা সরকারের প্রস্তাবে রাজি হলে একরাতেই সব নেতা মুক্ত হয়ে যেতে পারত। এই বক্তব্য থেকেও পরিষ্কার বোঝা যায়, আসলে কী ঘটেছে একতরফা ৭ জানুয়ারির নির্বাচনের আগে।”

এই বিএনপি নেতা বর্তমান সরকারকে দখলদার সরকার আখ্যা দিয়ে বলেন, “ডামি নির্বাচন করে সরকার মনে করেছে, সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না।”

রিজভী জানান, বিএনপির কেন্দ্রীয় নেতার প্রায় সবাই শতাধিক মামলার আসামি। মির্জা ফখরুলের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে এবং তিনি নিজেও প্রায় ২০০ মামলার আসামি।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থী চূড়ান্ত

বাসস জানায়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আগামী রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি।

বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “সংরক্ষিত নারী আসনে ১৫৫৩ জনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ৪৮টি বেছে নিতে হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করছি।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।