বাংলাদেশের সর্বশেষ: শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে ইইউ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আহ্বান

আহম্মদ ফয়েজ, কামরান রেজা চৌধুরী, জেসমিন পাপড়ি ও শরিফুজ্জামান পিন্টু
2024.08.05
ঢাকা
বাংলাদেশের সর্বশেষ: শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে ইইউ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আহ্বান ছাত্র ও গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাবার পর ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ভাস্কর্য ভাংচুর করছেন বিক্ষোভকারীরা। ৫ আগস্ট ২০২৪।
[এএফপি]

আপডেট: ৫ আগস্ট ২০২৪। ইস্টার্ন সময় সন্ধ্যা ৭:১৫

শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বাংলাদেশে “নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ” উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রূপান্তরের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

এতে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্যের জের ধরে বলা হয়, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

একই সাথে সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিতর্কিতভাবে গ্রেপ্তার ব্যক্তিদের কারামুক্তিরও প্রত্যাশা ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে।

সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস “পূর্ণ সংহতি নিয়ে বাংলাদেশের জনগণের সাথে” থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন তাঁর উপ মুখপাত্র ফারহান হক।

বাংলাদেশে মানবাধিকারের প্রতি সম্মান দেখানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গুতেরেস।

এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে জানিয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে সোমবার বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া যেন “গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হয়।
একই সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে “দ্রুততার সাথে শান্তি প্রতিষ্ঠায়” সহিংসতা থেকে সংহত থাকতেও আহ্বান জানান মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র।
এর আগে বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার প্রতি নজর দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার দৈনিক ব্রিফিং এ বলেন, “ওইসব মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”
“আমরা চাই বাংলাদেশের জনগণই তাঁদের নিজেদের ভবিষ্যৎ সরকার বিষয়ে সিদ্ধান্ত নিক।”
বাংলাদেশে সকল পক্ষকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।

000_1Q61ZT.jpg
স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি পাবার পর গাড়িতে করে নিজের বাসায় যাচ্ছেন দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া। ২৫ মার্চ ২০২০। [এএফপি]

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া, গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার

ছাত্র ও গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৈঠকে অনতিবিলম্বে “একটি অন্তর্বর্তীকালীন সরকার” গঠন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে “মুক্তির সিদ্ধান্ত হয়” বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এছাড়া ওই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দিদের মুক্তিরও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ওই বৈঠকের অন্যতম অংশগ্রহণকারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।”

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। শর্তগুলো ছিল, তিনি বিদেশে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা করাবেন।

এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জি এম কাদের, মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মোঃ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.), জাকের পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, জাকের পার্টির শামিম হায়দার, গণঅধিকার পরিষদের গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ফিরোজ আহমদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।

বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বৈঠক থেকে বেরিয়ে আসিফ নজরুল পুলিশের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, একজনের জন্য নয়জনের ওপর অন্যায় করবেন না। এমনও পুলিশকে দেখেছি যারা আহত ছাত্রকে শিশুর মতো কোলে করে নিয়ে উদ্ধার করেছেন।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, অন্য ধর্মাবলম্বীদের ওপর যেন হামলা করা না হয়।

update6.jpeg
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ছাদে উঠে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন বিক্ষোভকারীরা। ৫ আগস্ট ২০২৪। [এএফপি]

সেনাসমর্থিত সরকার ছাত্র-জনতা গ্রহণ করবে না

অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো ধরনের সরকারকে সমর্থন করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাঁরা বলেছে, সেনাসমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতিশাসিত সরকার—এ ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না।

সোমবার রাতে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় অন্য সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, নাশকতা বা বিভাজনের চেষ্টা হলে মুক্তিকামী ছাত্র-জনতাকে তা রুখে দিতে হবে। মুক্তিকামী ছাত্র-জনতাকে সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে।’

WhatsApp Image 2024-08-05 at 7.57.52 AM.jpeg
ছাত্র ও গণআন্দোলনের তোপের মুখে সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেট্রোরেলের পিলারের ওপরে আঁকা শেখ হাসিনার ছবিতে ঝাড়ু ও জুতা পিটে ক্ষোভ ঝাড়ছেন দুইজন বিক্ষোভকারী। ৫ জুলাই ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]

লন্ডন যাচ্ছেন শেখ হাসিনা

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সময় সোমবার দিবাগত রাত একটার দিকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে করে নয়া দিল্লির নিকটস্থ একটি বিমানবন্দরে পৌঁছানোর পর শেখ হাসিনা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায় শেখ হাসিনা নয়া দিল্লির নিকটস্থ উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার দীর্ঘ দিনের মিত্র বলে পরিচিত।

update3.jpeg
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে চেয়ারে বসে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। ৫ আগস্ট ২০২৪। [এএফপি]

গণভবনে লাখো মানুষ

পদত্যাগ করে সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর ১৫ বছরের অধিক সময়ের কর্তৃত্বপরায়ণ শাসনের অবসান ঘটে।

সেনানিবাসে নিজ কার্যালয়ের সামনে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন।

শেখ হাসিনার পদত্যাগের খবরে কয়েক লাখ মানুষ গণভবনে ঢুকে পড়েন। উল্লসিত জনতাকে গণভবনের চেয়ার, পুকুরের মাছ, গ্লাস, এসি, শাড়ি, বিছানা, চেয়ার, টেবিল, প্লেট এবং অন্যান্য আসবাবপত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে।

একইভাবে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে। সেখান থেকেও বিভিন্ন আসবাব লুটপাট করে সুযোগসন্ধানীরা।

update2.jpeg
ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু যাদুঘরে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন। ৫ আগস্ট ২০২৪। [এএফপি]

বিভিন্ন স্থানে ভাঙচুর

সোমবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের দলীয় প্রধানের ধানমন্ডি কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ও ভাঙচুর করা হয়।

রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে বেনার প্রতিনিধি জানান, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

হামলা হয়েছে পুলিশ সদর দপ্তরে। ঢাকার আদাবরসহ কয়েকটি থানা, সাভারের আশুলিয়া থানায় দেশের বিভিন্ন থানায় ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়। কিন্তু কারফিউ উপেক্ষা করে ঢাকার রাজপথে বেলা এগারোটা থেকে জনস্রোত শুরু হয়। ক্ষোভের সেই মিছিল আনন্দ মিছিলে রূপ নেয় কয়েক ঘণ্টার মধ্যে। উল্লসিত জনতাকে লালসবুজ পতাকা নেড়ে নানা স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হওয়া লাখ লাখ মানুষকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজয় উল্লাস করতে দেখেছেন বেনার প্রতিনিধিরা।

নিহতের সংখ্যা ৩০০'র বেশি

জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।

পরবর্তীতে গণভবনে এক সংবাদ সম্মেলনে, চাকরি কোটা “মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না কি কোটা রাজাকারের বাচ্চারা পাবে?”-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।

শিক্ষার্থীরা “তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার” এমন স্লোগান দিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের মোকাবেলা করতে ছাত্রলীগ একাই যথেষ্ট।

তার এই বক্তব্যের পর ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করার পর পরিস্থিতি অবনতি হতে শুরু করে।

আস্তে আস্তে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার ঢাকাসহ সারা দেশে সহিংসতায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এর আগে কয়েক সপ্তার ছাত্র ও গণ আন্দোলনে ৩০০’র বেশি মানুষ নিহত হবার পর সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন।

আন্দোলনের সময় সহিংসতায় নিহত মৃত্যুর তদন্ত হবে বলে বিকেলের সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাপ্রধান।

তিনি জনগণকে সহযোগিতা ও শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।

update7.jpeg
শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার শাহবাগে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন বিক্ষোভকারীরা। ৫ আগস্ট ২০২৪। [এএফপি]

মঙ্গলবার খুলবে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান

মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে।

শান্ত থাকার আহ্বান খালেদা-তারেকের

বর্তমান পরিস্থিতিতে এক বার্তায় দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে দেশবাসী শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, “অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।”

মা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার বিবিসিকে বলেছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেছেন, ‘এত পরিশ্রম করার পরেও তাঁর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হলো, তাতে তিনি (হাসিনা) অত্যন্ত হতাশ হয়েছেন।’

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।

২০০৯ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে হাসিনা সরকারের শীর্ষ বেশ কয়েকজনের কর্মকর্তার বিরুদ্ধে।

দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়া, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের কারণে তার জনপ্রিয়তা হ্রাস পায়। শেখ হাসিনা ও তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ বেশ কয়েকজনের বিতর্কিত বক্তব্য শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।