ছবি: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর রাস্তায় মানুষের ঢল
2024.08.05
ঢাকা
পদত্যাগ করে সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর ১৫ বছরের অধিক সময়ের কর্তৃত্বপরায়ণ শাসনের অবসান ঘটে।
শেখ হাসিনার পদত্যাগের খবরে কয়েক লাখ মানুষ গণভবনে ঢুকে পড়েন। উল্লসিত জনতাকে গণভবনের চেয়ার, পুকুরের মাছ, গ্লাস, এসি, শাড়ি, বিছানা, চেয়ার, টেবিল, প্লেট এবং অন্যান্য আসবাবপত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে।
একইভাবে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে। সেখান থেকেও বিভিন্ন আসবাব লুটপাট করে সুযোগসন্ধানীরা।
সোমবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের দলীয় প্রধানের ধানমন্ডি কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ও ভাঙচুর করা হয়।
রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে বেনার প্রতিনিধি জানান, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
হামলা হয়েছে পুলিশ সদর দপ্তরে। ঢাকার আদাবরসহ কয়েকটি থানা, সাভারের আশুলিয়া থানায় দেশের বিভিন্ন থানায় ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়। কিন্তু কারফিউ উপেক্ষা করে ঢাকার রাজপথে বেলা এগারোটা থেকে জনস্রোত শুরু হয়। ক্ষোভের সেই মিছিল আনন্দ মিছিলে রূপ নেয় কয়েক ঘণ্টার মধ্যে। উল্লসিত জনতাকে লালসবুজ পতাকা নেড়ে নানা স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হওয়া লাখ লাখ মানুষকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজয় উল্লাস করতে দেখেছেন বেনার প্রতিনিধিরা।