ছবি প্রতিবেদন: ঢাকায় রোজার প্রথম দিন

বেনারনিউজ স্টাফ
2024.03.12
ঢাকা
ছবি প্রতিবেদন: ঢাকায় রোজার প্রথম দিন পবিত্র রমজান উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। ১১ মার্চ ২০২৪।
[মেহেদী রানা/বেনারনিউজ]
08.jpg
রমজান মাসের প্রথম দিনে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে ক্রেতাদের ভিড়। ১২ মার্চ ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]

06.jpg
পবিত্র রমজান উপলক্ষে ঢাকার পুরানা পল্টনে ফলের দোকান থেকে ফল কিনছেন একজন ক্রেতা। ১১ মার্চ ২০২৪ [মেহেদী রানা/বেনারনিউজ]

05.jpg
রমজানের প্রথম দিন ইফতারের আগে বাসায় পৌঁছানোর জন্য মতিঝিলের মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড়। ১২ মার্চ ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]

03.jpg
রমজানের এক মাসে পুরো কুরআন শরীফ পড়ে শেষ করার লক্ষ্যে কুরআন পড়ছে ঢাকার ফরিদাবাদ এলাকার বায়তুল সালাম এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা। ১২ মার্চ ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]

09.jpg
সিয়াম সাধনার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ফুটপাতের দোকান থেকে দাঁত মাজার মেসওয়াক কিনছেন একজন ক্রেতা। ১১ মার্চ ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]

11.jpg
রমজান মাস জুড়ে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ছবিটি ঢাকার খামারবাড়ি এলাকা থেকে তোলা। ১২ মার্চ ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।