পবিত্র রমজান উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। ১১ মার্চ ২০২৪।
[মেহেদী রানা/বেনারনিউজ]
রমজান মাসের প্রথম দিনে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে ক্রেতাদের ভিড়। ১২ মার্চ ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]পবিত্র রমজান উপলক্ষে ঢাকার পুরানা পল্টনে ফলের দোকান থেকে ফল কিনছেন একজন ক্রেতা। ১১ মার্চ ২০২৪ [মেহেদী রানা/বেনারনিউজ]রমজানের প্রথম দিন ইফতারের আগে বাসায় পৌঁছানোর জন্য মতিঝিলের মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড়। ১২ মার্চ ২০২৪। [মো: হাসান/বেনারনিউজ]রমজানের এক মাসে পুরো কুরআন শরীফ পড়ে শেষ করার লক্ষ্যে কুরআন পড়ছে ঢাকার ফরিদাবাদ এলাকার বায়তুল সালাম এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা। ১২ মার্চ ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]সিয়াম সাধনার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ফুটপাতের দোকান থেকে দাঁত মাজার মেসওয়াক কিনছেন একজন ক্রেতা। ১১ মার্চ ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]রমজান মাস জুড়ে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ছবিটি ঢাকার খামারবাড়ি এলাকা থেকে তোলা। ১২ মার্চ ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]