রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আক্রান্ত জাহাজের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

কামরান রেজা চৌধুরী
2023.02.28
ঢাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আক্রান্ত জাহাজের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চেসিভ ইয়ার শহরে জ্বলন্ত একটি ভবন দেখছেন কয়েকজন ইউক্রেনীয় নাগরিক। ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
[রয়টার্স]

আক্রান্ত হওয়ার প্রায় এক বছর পর ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত জাহাজ বাংলার সমৃদ্ধির বিপরীতে প্রায় সোয়া দুই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মো. জিয়াউল হক বেনারকে বলেন, “সোমবার আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের কাগজপত্র সই করে পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করা যায়, আগামী দুই-এক সপ্তাহের মধ্যে আমরা ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাব।”

তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি। কিন্তু যুদ্ধ আক্রান্ত এলাকা হওয়ায় জাহাজটি উদ্ধার করা যায়নি। তাই আমরা জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করি।”

লন্ডনভিত্তিক বীমা প্রতিষ্ঠান বিজলী সিন্ডিকেটস বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে এই অর্থ প্রদান করছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

কর্মকর্তারা বলছেন, বিএসসি’র ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো জাহাজ যুদ্ধাঞ্চলে গিয়ে আক্রান্ত ও পরিত্যক্ত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেনের অলিভিয়া বন্দরে চীনা ঋণের টাকায় কেনা নতুন এই জাহাজ পরিত্যক্ত হওয়া প্রতিষ্ঠানের জন্য অনেক বড়ো ক্ষতি।

গত বছর ২ মার্চ রাতে ইউক্রেনের অলিভিয়া বন্দরে রকেট আক্রমণের শিকার হয় বাংলার সমৃদ্ধি। ওই আক্রমণে হাদিসুর রহমান নামের এক বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার প্রাণ হারান। বাকিদের জাহাজ থেকে উদ্ধার করা হয়।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডোর জিয়াউল হক বেনারকে বলেন, “আক্রমণে নিহত হাদিসুর রহমানের পরিবারকে সাড়ে চার কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।”

বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি

২০১৮ সালের ১০ অক্টোবর চীনা ঋণে আড়াই কোটি ডলারের বেশি দামে কেনা “বাংলার সমৃদ্ধি” জাহাজটি বিএসসির বহরে যুক্ত হয়। প্রতিষ্ঠানটি নিজস্ব জাহাজের সংখ্যা দাঁড়ায় আটটিতে। বর্তমানে নিজস্ব জাহাজের সংখ্যা সাত।

এই সাত জাহাজের মধ্যে পাঁচটিই চীনা ঋণে চীনের কাছ থেকে কেনা বলে বিএসসি’র ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর আর কোনো জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়নি।

নৌপরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কমোডোর আরিফুল ইসলাম মঙ্গলবার বেনারকে বলেন, বাংলার সমৃদ্ধি জাহাজটি পরিত্যক্ত হওয়া বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি।

তিনি বলেন, “এই জাহাজগুলো বিদেশি ঋণে কেনা। বাংলাদেশকে এই জাহাজগুলোর বিপরীতে সুদ এবং আসল দুটিই ফেরত দিতে হবে।”

কমোডোর আরিফুল ইসলাম বলেন, “এ ছাড়া একটি জাহাজের বিপরীতে ঋণ পেতে অনেক সময় লাগে এবং একটি জাহাজ নির্মাণ করতে কয়েক বছর লেগে যায়। এই জাহাজ পরিত্যক্ত হওয়ার অর্থ হলো আমাদের জীবন থেকে কয়েক বছর হারিয়ে যাওয়া।”

তিনি বলেন, “ক্ষতিপূরণ দিলেই তো রাতারাতি একটি জাহাজ নির্মাণ করা অথবা কেনা সম্ভব নয়। এই জাহাজ আমাদের বহরে থাকলে আমাদের আয় হতো।”

প্রতিশ্রুতি রাখেনি রাশিয়া

ইউক্রেনের বন্দরে থাকা বাংলাদেশের ওই জাহাজে কে হামলা করেছে সে ব্যাপারে তদন্ত করে বাংলাদেশ সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। তবে সে প্রতিশ্রুতি প্রতিপালন করেনি রুশ সরকার।

কমোডোর জিয়াউল হক বলেন, “কোন পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে সে ব্যাপারে একটি তদন্ত করার কথা ছিল। কিন্তু সেই তদন্ত পরিচালনা করা হয়নি। আমাদের পক্ষেও সেখানে গিয়ে তদন্ত করা সম্ভব নয়।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার দিনেই “বাংলার সমৃদ্ধি” কার্গো জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙ্গর করে। সেখান থেকে সিরামিক ক্লে ভরাট করে ইটালি যাওয়ার কথা ছিল।

জাহাজটি ভাড়া করেছিল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান ডেল্টা কর্পোরেশন।

কমোডোর আরিফুল ইসলাম বলেন, “রাশিয়া এই জাহাজে আক্রমণের কথা অস্বীকার করেছে। আবার ইউক্রেন এই আক্রমণের জন্য রাশিয়াকে দায়ী করেছে।”

তিনি বলেন, “তবে যেহেতু আক্রমণের সময়ে অলিভিয়া বন্দরের দখল রাশিয়ার হাতে ছিল সে কারণে স্বাভাবিকভাবেই এই আক্রমণের দায় রাশিয়ার ওপর বর্তাবে।”

কমোডোর আরিফুল ইসলাম বলেন, “রাশিয়া সরকারের উচিত এই বিষয়টি তদন্ত করে বাংলাদেশ সরকারকে প্রকৃত ঘটনা জানানো।”

“আমি মনে করি, যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজটিকে ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত সঠিক ছিল না। এ ব্যাপারে বিএসসি’র আরও সতর্ক হওয়া উচিত ছিল,” বলেন আরিফুল ইসলাম।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।