কবি ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা

শরীফ খিয়াম
2018.06.11
ঢাকা
মৌলবাদীদের হামলায় ২০১৫ সালের অক্টোবর জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। মৌলবাদীদের হামলায় ২০১৫ সালের অক্টোবর জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। ১ নভেম্বর ২০১৫।
এপি

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে কবি, প্রকাশক ও রাজনীতিবিদ শাহজাহান বাচ্চুকে (৫৭) গুলি করে হত্যা করা হয়েছে। জেলার সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম কাকালদি গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বেনারকে বলেন, “হেলমেট পরা দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে এসে প্রথমে দুই-তিনটি ককটেল ফুটিয়েছে, তারপর তারা একটিই গুলি করেছে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ‘নাস্তিক’ ও ‘মুক্তমনা’ হিসেবে পরিচিত ছিলেন বলেন তাঁর স্বজন-বন্ধুরা জানিয়েছেন।

ঘটনাটিতে জঙ্গিদের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাঁরা ধারণা করছেন মতাদর্শের কারণে বাচ্চু হত্যার শিকার হয়ে থাকতে পারেন। রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, এর মধ্যেই তাঁদের একটি দল মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গতকাল একাধিক গণমাধ্যম বলেছে, একটি ঔষধের দোকানে বসে ছিলেন শাহজাহান বাচ্চু। হঠাৎ মোটরসাইকেল করে আসা দুই ব্যক্তি দোকানে ঢুকে তাঁকে টেনে-হিঁচড়ে দোকান থেকে বের করে।

একপর্যায়ে ওই এলাকার রাস্তায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে শাহজাহান বাচ্চুকে গুলি করে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসা কর্মকর্তা দুলাল আহম্মেদ সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাচ্চুর মৃত্যু হয়েছে।”

সোমবার রাত ১১ টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ওসি কালাম বলেন, “লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।”

“কেবলই কবিতার বই প্রকাশনার অঙ্গীকার নিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করেছিল তাঁর বিশাকা প্রকাশনী। ওই প্রকাশনী থেকে এখন পর্যন্ত সাত শতাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে,” জানান নিহতের মেয়ে ব্লগার দূর্বা জাহান।

দূর্বা বেনারকে বলেন, “আজীবন কবিতা লিখলেও তাঁর একটাই বই, নাম ‘রঙ ঢঙ তামাশা। তিনি মূলত অন্যের বই পাবলিশ করেই গেছেন।”

শাহজাহান বাচ্চুর নাম উগ্রবাদীদের হিট লিস্টে ছিল বলে জানিয়েছেন সিপিবির মুন্সীগঞ্জ জেলার সভাপতি শ ম কামাল।

গণমাধ্যমকে তিনি বলেন, ‍“ছাত্র জীবনে বাচ্চু ছাত্র ইউনিয়ন করতেন। পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, ২০১২-১৪ সময়ে মুন্সীগঞ্জ জেলা সিপিবির সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে পার্টির কোনও পদে নেই।”

এছাড়া সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন নিহত শাহজাহান বাচ্চু।

শাহজাহান বাচ্চু (৫৭)। ছবিটি তাঁর ফেসবুক থেকে নেয়া।
শাহজাহান বাচ্চু (৫৭)। ছবিটি তাঁর ফেসবুক থেকে নেয়া।
বেনারনিউজ
ছিলেন উগ্রবাদীদের হুমকিতে

ওসি কালাম বেনারকে বলেন, “নিহতের পরিবার বলছে তাঁদের সাথে কারও কোনো শত্রুতা নেই। কোনো ধরনের হুমকি পাওয়ার কথাও তারা কিছু বলেনি আমাদের।”

“কে বা কারা কী কারণে শাহজাহান বাচ্চুকে হত্যা করেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত শুরু হয়েছে,” যোগ করে তিনি আরও বলেন, “আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।”

তবে লেখালেখির কারণে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সময় তাঁকে হুমকি দিয়েছে বলে এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন বাচ্চু।

২০১৫ সালে যখন জঙ্গিরা একের পর এক ব্লগার, লেখক ও ভিন্নমতাবলম্বীদের হত্যা করছিল, তখন বাচ্চুও জঙ্গিদের হুমকি-ধমকি পেতেন। ওই সময় জীবন রক্ষায় তাঁকে বাড়িও ছাড়তে হয়েছিল বলে ইংরেজি দৈনিক অবজারভারের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাচ্চু।

“প্রথম দিকে আমি ওসব হুমকিকে পাত্তা দেইনি, ভেবেছি ওইসব অচেনা বদমাশদের কথায় কান দেওয়া অর্থহীন। কিন্তু ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় হত্যার পর বিষয়টাকে আমি গুরুতর হিসেবে দেখতে শুরু করি। মূলত আমার পরিবার খুব ভয় পেয়ে যায়,” ২০১৫ সালের আগস্টে অবজারভারকে বলেন বাচ্চু।

গুটিয়ে ছিলেন বাচ্চু

মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জাহেদুর রহমান গণমাধ্যমকে বলেন, “শাহজাহান বাচ্চু মূলত ঢাকায় থাকতেন। মাঝে মাঝে মুন্সিগঞ্জে আসতেন।”

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্লগার দূর্বা বেনারকে বলেন, “গত দেড় দুই বছর ধরে তিনি ঢাকায় থাকেন না, মূলত গ্রামেই থাকতেন। তবে মাঝে মাঝে ঢাকায় আসতেন।”

এসপি ফোন করে ঢাকার বাসার ঠিকানা নিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, “বাবা ইদানীং তেমন কিছুই করতেন না। স্রেফ ঘুরে বেড়াতেন। প্রকাশনীর সব কাজ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।”

এ ঘটনা চাউর হওয়ার পর ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

ইষ্টিশন ব্লগের প্রতিষ্ঠাতা নূর নবী দূলাল লিখেছেন, “হত্যার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে চাপাতির চেয়ে গুলি করে হত্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।”

এর আগে ২০১৫ সালের একুশে বইমেলায় অংশ নিতে এসে চাপাতির কোপে নিহত হন মার্কিন প্রবাসী বাংলাদেশি লেখক অভিজিৎ রায়। মুক্তমনা নামের একটি ব্লগ সাইটের এই প্রতিষ্ঠাতা বিজ্ঞান বিষয়ক লেখালেখি করতেন।

একই বছর অক্টোবরে অভিজিৎ রায়ের দুই প্রকাশকের ওপর হামলা হয়। সে সময় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর আহমেদুর রশীদ টুটুল গুরুতর আহত হয়ে বেঁচে গেলেও নিহত হন জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপন।

একই বছর ব্লগার ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ এবং নীলাদ্রি চট্টোপাধ্যায়কেও কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।