সরকার পতনের এক দফা কর্মসূচি দেবে বিএনপি, চিন্তিত নয় আ’লীগ

আহম্মদ ফয়েজ
2023.07.10
ঢাকা
সরকার পতনের এক দফা কর্মসূচি  দেবে বিএনপি, চিন্তিত নয় আ’লীগ সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীদের একাংশ। ৯ জুলাই ২০২৩। [বেনারনিউজ]
বেনার নিউজ

ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে একদফা আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

আগামী বুধবার ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে সরকার পতনে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে দলটি।

বিএনপির এই কর্মসূচির আসার প্রতিক্রিয়ায় সরকারি দল আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপির কর্মসূচি নিয়ে চিন্তিত নয় সরকার। ক্ষমতাসীন দল মাঠ ছেড়ে দেবে না।

দেশে রাজনৈতিক পরিমণ্ডলে সরকার এবং বিরোধীদের মুখোমুখি অবস্থানের মধ্যে ঢাকায় অবস্থান করবে যুক্তরাষ্ট্র ও  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুটি শক্তিশালী প্রতিনিধি দল।

বাংলাদেশের পরবর্তী নির্বাচন এবং চলমান রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল রোববার থেকে বাংলাদেশ সফরে রয়েছে। সরকার ও বিরোধীদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে মঙ্গলবার।

এক দফা কর্মসূচি

গত বছরের ডিসেম্বর থেকে যুগপৎভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসলেও এই আন্দোলনে এবার যুক্ত হচ্ছে যৌথ ঘোষণা যা মানুষের কাছে বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবিকে অর্থবহ করে তুলবে বলে বিশ্বাস ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী নেতাদের।

রবিবার সিলেটে আয়োজিত যুব সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বুধবার ঢাকায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনে চূড়ান্ত পর্যায়ের একদফা কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

এরপর সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ফখরুল বলেন, “আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের নতুন মাত্রার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।”

সাম্প্রতিক মাসগুলোতে বিএনপি ও সমমনা দলগুলো ১০ দফা কর্মসূচি পালন করে আসছে, যা এখন এক দফায় রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। 

মাঠে থাকবে আওয়ামী লীগ

বিএনপির সমাবেশ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বেনারকে বলেছেন, তাঁর দল বিএনপির কর্মসূচি নিয়ে চিন্তিত নয়, তবে মাঠ ছেড়ে দেয়া হবে না।

“বিএনপির আন্দোলনের কর্মসূচি ঘোষণায় আমরা চিন্তিত নই। তাদের যখন যে ধরনের কর্মসূচি আসবে, তা দেখে পালটা কর্মসূচি দিবে আওয়ামী লীগ,” বলেন হানিফ।

অপরদিকে রবিবার ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে কেউ যদি হত্যার পরিকল্পনা করে, ধ্বংসাত্মক কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

“আন্দোলনে জনগণের যদি সম্পৃক্ততা না থাকে, সেই আন্দোলন কখনো সফল হয় না। তারা যে একদফার আন্দোলনের কথা বলছেন, জনগণ তো ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছেন। কোনো আন্দোলনেই জনগণ তাদের সহযোগিতা করছে না,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বেনারকে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে দলগুলো একের প্রতি অন্যের শ্রদ্ধাহীনতা এবং ক্ষমতাসীনদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার মনোভাব।

তিনি বলেন, “সকলের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করা না গেলে দেশ সমাস্যার গহীনে চলে যাবে। এমনটি হলে এর দায় ক্ষমতাসীনসহ কেউ এড়াতে পারবে না।”

পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে

বিএনপির সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী।

সমাবেশের অনুমতির ব্যাপারে মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপির) সঙ্গে একটি বৈঠক শেষে শহীদ উদ্দীন সাংবাদিকদের বলেন, “সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশ ডেকেছি। সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী, পুলিশ আমাদের সহযোগিতা করবে।”

এ প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, বিএনপিকে এখনো কোনো লিখিত অনুমতি দেয়া হয়নি, তবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।

“আমরা জনগণ, নগরবাসী, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করব এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করব,” বলেন তিনি।

যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা

বিএনপিসহ অপরাপর বিরোধী দলগুলো সিদ্ধান্ত নিয়েছে বুধবারই যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা দেয়া হবে। এই লক্ষ্যে সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে দফায় দফায় বৈঠক হয়েছে বিরোধী দলগুলোর।

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো আগামী ১২ জুলাই সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে।

“চলমান আন্দোলন যে পর্যায়ে এসেছে এখন জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে। আগামী ১২ জুলাই আমরা সেই বার্তাটাই দেবো। সে বিষয়ে সোমবার আমাদের যৌথ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে,” বলেন খসরু।

গণতন্ত্র মঞ্চের পক্ষে সাইফুল হক বলেন, বাংলাদেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। মানুষ এ সরকারের পরিবর্তন চায়। এ পর্যায়ে আমাদের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে ১২ জুলাই।

একদফা আন্দোলন বলতে বিরোধী দলগুলো কি বুঝাতে চাইছে জানতে চাইলে সাইফুল হক বেনারকে বলেন, “এই একদফার মধ্যে থাকবে নির্দলীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সংসদ ভেঙে দেয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ।”

ইইউ সদস্যদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক

 বাসস জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন অনুসন্ধানী মিশনের সফররত সদস্যরা সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশনের মহাপরিদর্শক আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা চেলেরি রিকার্ডোর নেতৃত্বে প্রতিনিধি দলটির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিষয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি মূল্যায়ন করতে সফররত প্রতিনিধি দলটি রোববার বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন যদি পর্যবেক্ষক দিতে চায় তাহলে তাদের স্বাগত জানানো হবে। 

ওবায়দুল কাদের সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।