করোনা পরীক্ষায় জালিয়াতি: জেকেজির দুই কর্ণধার জেলে, রিজেন্টের সাহেদ পলাতক

জেসমিন পাপড়ি
2020.07.13
ঢাকা
200713_JKG_1000.JPG করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ১৩ জুলাই ২০২০।
[বেনারনিউজ]

করোনাভাইরাস পরীক্ষার নামে ভুয়া সনদ দেওয়া দুই প্রতিষ্ঠানের একটি জেকেজি; এর কর্ণধার স্বামী-স্ত্রী এখন কারাগারে রয়েছেন। এ ছাড়া কোভিড পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণার সঙ্গে যুক্ত আরেকটি প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

জেকেজির ডা. সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে সোমবার ঢাকা মহানগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেছিল।

শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বেনারকে জানান সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম। এ সময় সাবরিনার জামিন আবেদন বাতিল করা হয়।

সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের নিবন্ধিত চিকিৎসক। তাঁর পরিচয় ও সামাজিক যোগাযোগ কাজে লাগিয়ে স্বামী আরিফুল হক চৌধুরী স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যুক্ত হয়েছিলেন। তবে রিমান্ডের প্রথম দিন সোমবার সাবরিনা পুলিশকে বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।

করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার নামে জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত রিজেন্ট ও জেকেজির মোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাবরিনা ও তাঁর স্বামী আরিফসহ জেকেজির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ও প্রতারণার ঘটনায় ১৭ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আটকের পর সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত জেকেজির বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতারণার মামলা এবং অন্যটি থানায় হামলা, ভাংচুর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে।

এদিকে আদালত সূত্রে জানা যায়, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে সাইফুল্লাহ মাসুদ নামের একজন ব্যবসায়ী ৩ কোটি ৫৮ লাখা টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন।

সোমবার আদালত মামলা দুটি আমলে নিয়ে সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সাহেদকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সাংবাদিকদের বলেন, “সাহেদ যে অন্যায় করেছে, তার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে র‌্যাব। তাঁকে খোঁজা হচ্ছে। যেখানেই থাকুক, তাঁকে আত্মসমর্পণ করতে হবে, না হয় পুলিশ ধরে ফেলবে।”

করোনায় ৩৯ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৯১ জনে। একই সময়ে নতুন করে তিন হাজার ৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।

এ পর্যন্ত দেশে করোনাভাইরাস থেকে ওঠা রোগীর সংখ্যা মোট ৯৮ হাজার ৩১৭ জন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে সোমবার নতুন করে দুজন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছেন বলে বেনারকে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

এই নিয়ে এখন পর্যন্ত ৫৭ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন পাচঁ জন।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে, এ পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট এক কোটি ২৯ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ, মারা গেছেন পাঁচ লাখ ৭০ হাজারের বেশি।

শিল্পপতি ও পুলিশ কর্মকর্তার মৃত্যু

সোমবার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে বেনারকে জানান যমুনা গ্রুপের পত্রিকা দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাবুল।

এদিন ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মরত উপকমিশনার মিজানুর রহমান মারা গেছেন।

তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন বলে বেনারকে জানান পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা।

পুলিশ সদর সপ্তরের হিসেবে, এ পর্যন্ত করোনায় ৫০ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

ক্ষমতাসীনদের দুষছে বিএনপি

করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে দুর্নীতির পেছনে সরকার দলীয় লোকজন সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ক্ষমতাশালী হওয়ায় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ারের ঘটনার পেছনের গডফাদারদের ধরতে পারবে না। আওয়ামী লীগের লোকেরাই এসব করেছে।”

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অবশ্য দাবি করেন, “অন্য কেউ আঙুল তোলার কারণে নয় সরকারই করোনা শনাক্ত ও চিকিৎসা বিষয়ে জেকেজি এবং সাহেদের দুর্নীতি ও প্রতারণা উদঘাটন করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”

জেকেজির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান—দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এছাড়া সাহেদের দুটি হাসপাতাল সিলগালা করা হয়েছে, মামলা হয়েছে। সাহেদকে গ্রেপ্তার করতে পারবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছে।”

ঈদের ছুটি তিনদিন

করোনাভাইরাসের অব্যাহত প্রকোপের মধ্যেও এবারের ঈদুল আজহার ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন এই ঈদের ছুটি তিন দিনই থাকছে। আর ছুটিতে সরকারি কর্মকর্তা-কমচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে এক সংবাদ সম্মেলেন এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভ্রমণে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

বিদেশ ভ্রমণে প্রত্যেক বাংলাদেশির জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের নির্ধারিত করোনা পরীক্ষার কেন্দ্র থেকে এই সনদ সংগ্রহ করতে হবে।

এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নির্দিষ্ট করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনা নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশ থেকে ভ্রমনকারী যাত্রীদের করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষিতে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গত সপ্তায় ইতালি দেড়শোর বেশি বাংলাদেশিকে প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায়।

প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন কক্সবাজার থেকে আবদুর রহমান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।