ঢাকায় ডোনাল্ড লু: নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে বাংলাদেশ

জেসমিন পাপড়ি
2024.05.14
ঢাকা
ঢাকায় ডোনাল্ড লু: নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে বাংলাদেশ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। ১৪ মে ২০২৪।
[বেনারনিউজ]

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান ডোনাল্ড লু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।  সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই লুর প্রথম ঢাকা সফর।  ভারত ও শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশ সফরে এসেছেন লু।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. এহসানুল হক বেনারকে বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। চীনের প্রভাব কমিয়ে আনাসহ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কতগুলো কৌশলগত স্বার্থ আছে। ”

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, ঢাকায় অবস্থানকালে ডোনাল্ড লু পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে জানিয়েছে, সফরকালে ডোনাল্ড লু জলবায়ু সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, অবারিত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থন প্রদর্শন করবে ডোনাল্ড লুর সফর।

 

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে বাংলাদেশ

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সফরকালে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন প্রশাসন থেকে যাঁরাই এখানে আসবেন, ঢাকা একসঙ্গে কাজ করবে।

“যে কেউ ঢাকা সফরে আসলে আমরা আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করব,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  এরপর থেকে ক্রসফায়ারের নামে নিহত হওয়ার ঘটনাগুলো বহুলাংশে কমেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও সাড়া দেয়নি দেশটি।

ভিসা নীতির পরোয়া করে না সরকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে দাওয়াত করে আনা হয়নি। তিনি নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। সরকার স্যাংশন-ভিসা নীতির পরোয়া করে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কাদের আরেও বলেন, “‘আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। উনাদের রুটিন আসা, আসবে-যাবে।”

তিনি আরও বলেন, “তিনি (ডোনাল্ড লু) একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে কেন!”

গত শনিবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, “লু আসছে, তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে।”

তিনি বলেন, কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ হয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই।

 

লু’র সফরে সরকারে অস্থিরতা: বিএনপি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “লুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন। তাঁদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না।  ভয়ে তারা প্রলাপ বকছেন।”

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছে। কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।