শুক্রবার থেকে বাংলাদেশে রোজা শুরু

জেসমিন পাপড়ি
2018.05.16
ঢাকা
রমজানের প্রস্তুতি হিসেবে ঢাকায় রাস্তার অস্থায়ী দোকান থেকে ইফতারির অন্যতম উপাদান খেজুর কেনাকাটা করছেন ক্রেতারা। রমজানের প্রস্তুতি হিসেবে ঢাকায় রাস্তার অস্থায়ী দোকান থেকে ইফতারির অন্যতম উপাদান খেজুর কেনাকাটা করছেন ক্রেতারা। ১৫ মে ২০১৮।
বেনারনিউজ

শুক্রবার থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। সিয়ামের এ মাসে দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের জীবনচিত্র বদলে যায়। ইতিমধ্যে রমজান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শুক্রবার থেকে রমজান শুরুর ঘোষণা আসে। ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন বেনারকে জানান, “বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।”

আগামী ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে বলে জানান তিনি।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মাস জুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করেন।

বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান বেনারকে বলেন, “রমজান সংযমের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আত্মা শুদ্ধি হয়। প্রত্যেক মুসলমানেরই এই মাসে আত্মসংযম, শালীনতা ও সদাচরণ প্রদর্শনের অভ্যাস গড়ে তোলা উচিত।”

রমজান মাস মুসলমানদের সামাজিক, মানবিক ও ইমানি দায়িত্ব পালনেও অভ্যস্ত করে তোলে বলে মনে করেন এই ইসলামি চিন্তাবিদ।

রমজান মাস উপলক্ষে দেশে নাগরিক চাহিদা বেড়ে যায়। মূলত মাগরিবের সময় ইফতার এবং রাত ৩টার পর সাহরির কারণে এ দু’টি সময়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো নাগরিক চাহিদাসমূহের চাপ থাকে বেশি। ফলে এ সময় প্রতিটি সেবা সংস্থা নিজ নিজ প্রতিষ্ঠানের সর্বোচ্চ সেবা দিতে তৎপর থাকে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যানজট রোধেরও চেষ্টা থাকে।

ইতিমধ্যে রমজান মাস উপলক্ষে সরকারি–বেসরকারি অফিস সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী রমজান মাস জুড়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

ঢাকাসহ দেশের দোকানপাট জমজমাট হয়ে উঠছে। পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। চলছে ইফতারের ব্যাপক প্রস্তুতি।

রমজান উপলক্ষে দ্রব্য-মূল্য বাড়ার অভিযোগ এনেছেন সাধারণ ক্রেতারা। তাঁদের অভিযোগ, প্রতি বছরের মতোই এবারও বিক্রেতারা পণ্য মূল্য বাড়িয়ে দিয়েছে।

যদিও কয়েক দিন আগেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে। তাই আসন্ন রমজানে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই।

রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতা এবং একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা হাসানুল ইসলাম বেনারকে বলেন, “গত দুদিনের তুলনায় আজ বাজারে যেকোনো পণ্যের দাম বেশি।” প্রয়োজনের কথা বিবেচনা করে বাধ্য হয়েই বেশি মূল্যে কিনতে হচ্ছে বলে জানান তিনি।

“আমরা কেনা দামের ওপর কিছুটা লাভ রাখি। বাজারে সব পণ্যের দামই একটু চড়া,” জানালেন ঢাকার হাতিরপুল এলাকার মুদি দোকানদার মোহাম্মদ মাসুম আলী। বেনারকে তিনি বলেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের দাম একটু বাড়ে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।