
বাংলাদেশ: স্বাধীনতা অর্জনের ৫০ বছর
অর্ধ শতাব্দী আগে পূর্ব পাকিস্তান নামে ভূখণ্ডটিকে স্বাধীন দেশে রূপান্তর করতে বাঙালিকে অনুপ্রেরণা যুগিয়েছিল ‘জয়বাংলা’ শ্লোগান।
এ বছর ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণ জয়ন্তী। মুক্তিযুদ্ধের মাত্র সিকি শতাব্দী আগে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে যখন ভারত ও পাকিস্তান নামে ধর্মভিত্তিক দুটি দেশ গঠিত হয়, তখন বাঙালির এক অংশ ‘পূর্ব পাকিস্তান’ নামে যুক্ত হয় পাকিস্তানের সাথে, ‘পশ্চিমবঙ্গ’ নামে পরিচিত অন্য অংশটি সংযুক্ত হয় ভারতে।
স্বাধীনতার পর দীর্ঘ সামরিক শাসন ও নানা সংঘাত-সংকটের মধ্য দিয়ে গেলেও দক্ষিণ এশিয়ার নতুন দেশ, বাংলাদেশ অভূত উন্নতি করে অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্নখাতে।
সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকারী বাংলাদেশের যে মানুষেরা স্বাধীনতার আগেই ৫২ সালে নিজের ভাষায় কথা বলার জন্য আন্দোলন করেছিল, প্রাণ দিয়েছিল, সেই বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পর বিভিন্ন ধারায় উন্নয়ন অব্যাহত থাকলেও ক্রমাগত সংকোচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা।
- বাংলাদেশের ৫০ বছর, ইতিহাস চর্চা যেখানে ‘বিপজ্জনক’
- স্বাধীনতার অর্ধশতাব্দি: দুই পথের মোহনায় দাঁড়িয়ে বাংলাদেশ







অলংকরণ ও টাইম লেপস ভিডিও: ভিন্স মিডোস
-------------
সম্পাদনা: কেইট বেডাল, এইচ. লিও কিম, মাহবুব লীলেন, পল নেসলন, ইমরান ভিটাচি
-------------
ওয়েব পেজ তৈরি: মিন-হা লি
-------------
প্রতিবেদন: বেনারনিউজ