থানায় ও যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে অস্ত্রধারীদের হামলা, থমথমে বান্দরবান
2024.04.05
কক্সবাজার ও ঢাকা
ব্যাংকের তিনটি শাখা কার্যালয়ে লুট, এক ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, থানায় ও যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে পৃথক হামলা এবং এসব ঘটনার জের ধরে যৌথ অভিযান শুরুর ঘটনায় বান্দরবান জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরকার বলছে, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এই ঘটনায় জড়িত এবং সরকারি দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দমনে যৌথ অভিযান শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ শুক্রবার জানিয়েছে, পরিস্থিতি সরেজমিন দেখতে শনিবার ঢাকা থেকে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় রাষ্ট্রায়ত্ত সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানচি থানায় ও দিবাগত মধ্যরাতে আলীকদমে যৌথ বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় কেএনএফ সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় হামলার সময় কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় থানচি এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে পাহাড়ে আশ্রয় নেন।
শুক্রবার র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর কথা জানানো হয়।
থানচি থানায় গুলি, আলীকদমে চৌকিতে হামলা
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রধারীরা বান্দরবানের থানচি থানা লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এগোতে থাকে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, তাদের প্রতিরোধে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
তিনি বেনারকে বলেন, “রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে কোনো পুলিশ সদস্য আহত হননি। অপরপক্ষে কেউ আহত হয়েছেন কি না তা আমার জানা নেই।”
জসিম বলেন, “তিন দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কেএনএফ। বৃহস্পতিবার রাতে থানচি বাজার ও বাকি তিন দিক থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ে তারা থানা দখলের চেষ্টা করে। পুলিশের পাল্টা গুলির মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।”
তিনি বলেন, “কেএনএফ সদস্যরা এখন থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে আমরা নিশ্চিত হয়েছি। তারা আবারও আক্রমণ চালাতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরাও প্রতিরোধে প্রস্তুত আছি।”
থানচি থানায় হামলার কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোররাতে আলীকদমে যৌথ বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় অস্ত্রধারীরা।
রাত পৌনে ১টার দিকে আলীকদম থানার ডিম পাহাড়ের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাদের যৌথ তল্লাশি চৌকিতে এই হামলার ঘটনা ঘটেছে জানিয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌবিদুর রহমান বেনারকে বলেন, “সন্ত্রাসীরা গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে তল্লাশি চৌকিটি ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হলে তারা গুলি চালাতে শুরু করে। তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে হামলাকারীরা পিছু হটে।”
বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই ঘটনার আগে বুধবার থানচি থানার সামনে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা লুট করে কেএনএফ। তাদের প্রতিরোধ করতে আসার পথে থানচি পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে অস্ত্রধারীরা।
এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারের সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও আনসারের অস্ত্র লুট করে কেএনএফের সন্ত্রাসীরা।
শুক্রবার বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা বেনারকে বলেন, “আজকে (শুক্রবার) তেমন কোনো তাণ্ডবের খবর পাওয়া যায়নি। তবে এলাকাজুড়ে আতঙ্ক আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।”
তিনি বলেন, “শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে। তারপর হয়তো মানুষের মধ্যে ভয় একটু কমে আসতে পারে।”
শুক্রবার বিকেলে পাহাড়ি ব্যবসায়ী পলাশ তঞ্চঙ্গ্যা বেনারকে বলেন, “আমরা সবাই ভয়ে আছি। কোন সময় কী হয়ে যায়, সেটা বলা মুশকিল। এভাবে চললে ব্যবসায় ধস নামবে।”
বান্দরবান হোটেল ও মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বেনারকে বলেন, ঈদ সামনে রেখে প্রতি বছরই এ সময় বান্দরবানের হোটেল-মোটেলগুলোতে আগাম বুকিং শুরু হয়ে যায়। এ বছর যেহেতু থানচি ও রুমার ঘটনা দেশজুড়ে আলোচনায়, তাই পর্যটক পাওয়ার সম্ভাবনা খুব কম।
ব্যাংকের টাকা-অস্ত্র লুটের ঘটনায় ৬ মামলা
ব্যাংকের টাকা, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপককে অপহরণের ঘটনায় শুক্রবার বিকেলে দুই থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় কুকি-চিন সন্ত্রাসী এবং চার শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নূরে আলম মিনা। তিনি বেনারকে বলেন, “থানচি থানায় আক্রমণের ঘটনায় আরও একটি মামলা করা হবে।”
“লুট হওয়া অস্ত্র-টাকা উদ্ধার এবং অপরাধীদের ধরতে আমাদের যৌথ অভিযান চলছে। আকস্মিকভাবে হামলা হওয়ায় কেউ টের পায়নি। আমরা কোনো চাপ নিচ্ছি না। সবাই সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে,” যোগ করেন তিনি।
ফিরেছেন অপহৃত ব্যাংক ব্যবস্থাপক
বৃহস্পতিবার রাতে ‘র্যাবের মধ্যস্থতায়’ উদ্ধার পাওয়া বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে র্যাব-১৫ ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বেনারকে বলেন, “অপহরণের পর আমরা ব্যাংক ম্যানেজারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করতে সম্মত হয়।”
ব্যাংক ব্যবস্থাপককে ফেরাতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এ বিষয়ে তথ্য জানাতে চাননি এই র্যাব কর্মকর্তা।