চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি’ আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত ৩

প্রাপ্তি রহমান
2017.11.28
ঢাকা
র‍্যাবের ‘জঙ্গি' বিরোধী অভিযানের সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় তিন জঙ্গি। চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের ‘জঙ্গি' বিরোধী অভিযানের সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় তিন জঙ্গি। ২৮ নভেম্বর ২০১৭।
সৌজন্যে: মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং, র‍্যাব

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছে। র‍্যাব বলছে, নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।

গত সোমবার দিবাগত রাত থেকে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকার একটি বাড়ি ঘিরে রাখে। নিহত তিনজন ওই বাড়িতে ভাড়া থাকত।

মঙ্গলবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘‘রাজশাহী অঞ্চলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে জঙ্গিরা ওখানে আস্তানা গেঁড়েছিল। ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের অভিযানটি পরিচালিত হয়। রাতেই জঙ্গিদের আত্মসমর্পণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা আত্মসমর্পণ না করে উল্টো বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে।”

গত সেপ্টেম্বরে মিরপুরের কমলপ্রভা নামের একটি বাড়িতে র‍্যাব ৫৪ ঘণ্টার একটি অভিযান চালায়। ওই অভিযানে আবদুল্লাহ নামে জেএমবির একজন সদস্য, তার দুই স্ত্রী, দুই শিশু সন্তানসহ মোট সাতজন মারা যায়। মিরপুরের অভিযানের সূত্র ধরে পরে বাংলাদেশ বিমানের একজন পাইলটসহ আরও কয়েকজনকে র‍্যাব গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে ঘটনাস্থল থেকে পিস্তল, হাতে তৈরি বোমা (আইইডি), বেশ কিছু পাওয়ার জেল, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

র‍্যাব জানিয়েছে, আলাতুলি ইউনিয়নের ভাসানচরের ওই বাড়িটি ভাড়া নেওয়ার সময় নিহত ব্যক্তিরা জানিয়েছিল, তারা চরে আসা পাখি দেখতে ওই জায়গায় কিছুদিন থাকতে চায়।

ওই বাড়ির মালিক রাশিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়িতে থাকেন। চর এলাকার ওই জমিটি তিনি গরু-মহিষের খামার হিসেবে ব্যবহার করতেন। গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব রাশিকুল, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে নিজস্ব হেফাজতে নিয়েছে।

আলাতুলি ইউনিয়নের মধ্যচর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত। গতকাল র‍্যাব নিজস্ব সংবাদের ভিত্তিতে অভিযান চালালেও অভিযানে প্রশাসনিক সহযোগিতা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি বেনারকে বলেন, ‘‘চাঁপাইনবাবগঞ্জের মধ্যে পড়লেও আলাতুলি ইউনিয়নের মধ্যচরের অবস্থান রাজশাহীর গোদাগাড়ি উপজেলার শেষ প্রান্ত ও চাঁপাইনবাবগঞ্জের শুরুর দিকে। মহানন্দা ও পদ্মার কিছু অংশের ওপর চরটি গড়ে উঠেছে। এক কথায় এই চরটি বিরানভূমি। যে বাড়িটিতে অভিযান হয়েছে, সেটি ওই অঞ্চলের একমাত্র বাড়ি। খুব অল্প কিছুদিন আগে ছনের বেড়া ও টিনের চাল দিয়ে বাড়িটি করা হয়েছে।’’

ঢাকা থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছানোর পর র‍্যাব আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানসহ অন্যান্যদের ঘটনাস্থলে নিয়ে আসে। কামরুল হাসান বেনারকে জানান, তাঁদের উপস্থিতিতে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানের সময় তাঁরা ঘটনাস্থলের আশপাশে ছিলেন না। তিনি বলেন, ‘‘অভিযানটা হয়েছে ধু ধু চরে। ওখানে কেউ যায় না। কেউ থাকে বলেও শুনিনি।’’

কামরুল হাসান আরও জানান, গতকাল হেলিকপ্টারে ঢাকা থেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। তখনই তাঁদের ডাক পড়ে। তাঁরা মৃতদেহগুলো দেখেননি। মৃতদেহগুলো শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একটি সূত্র বলছে, চাঁপাইনবাবগঞ্জের মধ্যচর ছাড়াও আরও কয়েকটি চর আছে। বেশ কিছুদিন ধরেই চরগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। এর আগেও র‍্যাবের তরফ থেকে চরাঞ্চলে জঙ্গিদের আস্তানা থাকার ব্যাপারে আশঙ্কা করা হয়েছিল।

ঢাকায় দুই জঙ্গি গ্রেপ্তারের দাবি

এদিকে সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদী বই উদ্ধার হয়েছে বলে জানায় তারা।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (২৮) ও আবদুল মমিন ওরফে সোহেল (৩২)। র‍্যাব–১০ তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন ফারুকী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।