নাটোরের নিখোঁজ খ্রিস্টান ধর্মযাজক সিলেট থেকে উদ্ধার
2017.12.01
ঢাকা
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে ভক্তদের নিয়ে ঢাকায় অনুষ্ঠানে যোগ দেবার আয়োজনের সময় নাটোর থেকে নিখোঁজ খ্রিস্টান ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে (৪০) সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল তিনটার দিকে সিলেটের কদমতলী বাসটার্মিনালের শ্যামলী কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করার কথা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ।
রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ঢাকা সফর উপলক্ষে নাটোর থেকে তিন শতাধিক খ্রিস্টানকে নিয়ে ঢাকার হোলি মাসে অংশ নেওয়ার কথা ছিল ওয়াল্টার উইলিয়াম রোজারিও’র। কিন্তু তার আগেই গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ হন।
এ নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পোপের ঢাকা সফর চলাকালেই ওই ধর্মযাজককে উদ্ধার করা হলো।
উদ্ধারের পরই বিকাল সাড়ে চারটার দিকে ওই ধর্মযাজককে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় দক্ষিণ সুরমা পুলিশ।
“গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী কাউন্টারে বসা অবস্থায় ধর্মযাজককে উদ্ধার করা হয়েছে। এরপর তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে,” বেনারকে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল।
ওয়াল্টার উইলিয়াম রোজারিও নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত। উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লিতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাঁর বাড়ি বছরখানেক আগে জঙ্গি হামলায় নিহত সুনীল গোমেজের বাড়ির খুব কাছে হওয়ায় স্বজনদের উৎকন্ঠা ছিল বেশি।
এদিকে ধর্মযাজককে উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আব্দুল ওয়াহাব এ বিষয়ে বেনারের কাছে মন্তব্য করতে চাননি।
তবে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র গতকাল রাতে জানিয়েছে, শনিবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে ধর্মযাজককে উদ্ধার কার্যক্রমের বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।
ওয়াল্টার উইলিয়াম রোজারিওর বড় ভাই অমল রোজারিও স্থানীয় সাংবাদকিদের জানিয়েছেন, ওয়াল্টার অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে একটি মোবাইল নম্বর থেকে ওয়াল্টার ফোন করে কান্নাকাটি করেন। অপহরণকারীদের কাছে থেকে পালিয়ে এসে সিলেটের দক্ষিণ সুরমা বাসস্ট্যান্ডের শ্যামলী কাউন্টারে আশ্রয় নেওয়ার কথা জানান।
পরবর্তীতে দক্ষিণ সুরমা থানার পুলিশ ফাদার ওয়াল্টারকে নিরাপদ হেফাজতে নেয়।
ফাদার ওয়াল্টারের উদ্ধারের সংবাদ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে দেখতে পেয়ে মুহূর্তেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে মোবাইল ফোনে বার্তা আদান-প্রদান হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। বনপাড়া ও জোনাইল ধর্মপল্লিসহ পরিবারের সদসদের মধ্যে স্বস্তি নেমে আসে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম তাঁর কার্যালয়ের ফেসবুকে পেজে ফাদার ওয়াল্টারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ফাদার সুস্থ আছেন উল্লেখ করে তাঁকে উদ্ধারে গত চারদিন যাঁরা নির্ঘুম অভিযান চালিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান তিনি।