মালয়েশিয়া : নিরাপত্তা আইনে অভিযুক্ত হবেন বাংলাদেশি পরিচালকসহ ১৮ জন

হাদি আজমি এবং প্রাপ্তি রহমান
2017.12.27
কুয়ালালামপুর, ঢাকা
মালয়েশিয়া : নিরাপত্তা আইনে অভিযুক্ত হবেন বাংলাদেশি পরিচালক সহ ১৮ জন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ (বাঁয়ে) কথা বলছেন লুইস সিডা বাকা, ইএস এম্বাসেডর এট লার্জ ফর হিউম্যান ট্রাফিকিং, শেপাং আন্তজার্তিক বিমানবন্দর, মালয়েশিয়া জুলাই ১০, ২০১৪
AP

মালয়েশিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি কঠোর আইনের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশি পরিচালক এবং তার সাথে থাকা অপর ১৮ জন । এই বিশেষ আইনে একজন অভিযুক্তকে ২৮ দিন পর্যন্ত বিনাবিচারে আটক রাখার বিধান রয়েছে । এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

গত রবিবার কুয়ালালামপুরের একটি এপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয় চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন এবং আরও ১৮ জন বাংলাদেশিকে । সাংস্কৃতিক অনুষ্ঠানের  আড়ালে মানবপাচারের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।

ডাংওয়াংগি পুলিশ ডিসট্রিকের প্রধান শাহারুদ্দিন আবদুল্লাহ বেনার নিউজকে বলেন, এই সন্দেহভাজন ১৯ জনকে মালয়েশিয়ার বিশেষ নিরাপত্তা আইন ২০১২ (সিকুরিটি অফেন্স স্পেশাল মেজার অ্যাক্ট, SOSMA) আওতায় আটক করা হয়েছে। এই বিশেষ আইন আভ্যন্তরীন নিরাপত্তা রক্ষার জন্য প্রণয়ণ করা হয়েছে, এর আওতায় জঙ্গীবাদও রয়েছে।

শাহারুদ্দিন বলেন, '' পুলিশ হেড কোয়াটার্স এই ঘটনা তদন্ত করছে । আন্তজার্তিক মানবপাচাররোধ বিষয়ক আইন ২০০৭ এর আওতায় এটা হচ্ছে। ''

উল্লেখ্য, আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি পুরণো বিতর্কিত আইনের বদলে SOSMA প্রণয়ণ করা হয়েছে। পূর্বোক্ত আইনে- একজন অভিযুক্তকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কোর্টে হাজির না করেই আটক রাখা যেতো ।

তদন্তে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে।

৫৭ জনের একটি দল নিয়ে পরিচালক অনন্ত মামুন ডিসেম্বরের ১৩ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসেন । এই দলে বেশ কয়েকজন শিল্পী এবং অভিনেতা ছিলেন, যারা ''সিনেমাটিক বাংলাদেশি নাইটস'' শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় । যেখানে প্রায় ২৬০০ দর্শক সমবেত হয়েছিলেন।

এই অনুষ্ঠানের উপস্থাপক দেবশীষ বিশ্বাস বেনার নিউজকে বলেন, কুয়ালালামপুরের এয়ারপোর্টে এত লোক দেখেই তার ''খুবই সন্দেহ'' হয়।

তিনি বলেন, '' সব কিছু বেশ সন্দেহজনক ছিলো । কিন্তু আয়োজকরা আমাদের এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করেন।''

দেবাশীষ বিশ্বাস আরও জানান, এইসব বাংলাদেশি শ্রমিকরা আয়োজকদের আড়াই লাখ টাকা দিয়েছিলেন বলে তিনি শুনেছেন।

এদিকে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রধান কূটনীতিক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বিষয়টি বাংলাদেশের জন্য বেশ অস্বস্তিকর। “এই অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা আমাদের কিছুই জানাননি ” তিনি আরও বলেন, “ মামুন গ্রেফতার হওয়ার পরই বাংলাদেশ দূতাবাস এই ঘটনা সম্পর্কে জানতে পারে ”

উল্লেখ্য, এই “সিনেমাটিক বাংলাদেশি নাইটস” শীর্ষক বিনোদন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গায়ক আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচএম রানা, চিরকূট ব্যান্ড, অভিনেত্রী আনিকা কবির শখ, মামুন হাসান ইমন, শওকত হোসেন নীরব, মিষ্টি জান্নাত সহ আরও বেশ কয়েক খ্যাতিমান শিল্পী।

মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৩২ মিলিয়ন (৩ কোটি ২০ লক্ষ) । বিভিন্ন বেসরকারী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, এখানে প্রায় বিশ লাখ শ্রমিক বৈধ উপায়ে কাজ করেন । একইসাথে, প্রায় সমসংখ্যক শ্রমিক কোনো প্রকার অনুমোদন ছাড়াই এখানে অবৈধভাবে রয়েছেন।

চলতি বছরের জুলাইয়ে মালয়েশিয়া ৫০০০ এর অধিক অবৈধ শ্রমিকদের বিতারণ করে । যাদের অধিকাংশই বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক। আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের মতে, এই ঘটনার পর শ্রমিকরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন।

এই ঘটনার একটি ‌‌''ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে'' ছিলেন ফিলিপাইনের সাংসদ এম্মি ডি জিসাস । তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন,'' আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্ব্যবহার এবং অনির্দিষ্টকালের জন্য অভিযুক্তদের আটকে রাখার বিধানটি উদ্বেগজনক। ''

উল্লেখ্য, অর্থনীতিতে দক্ষিণপূর্ব এশিয়ার দুটি শক্তিশালী দেশ হচ্ছে, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড । এরপরেই তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে মালয়েশিয়ার স্থান।

গত কয়েক বছরের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে, বিদেশী শ্রমিকদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে মালয়েশিয়া।

এ রিপোর্টটি তৈরি করতে সহায়তা করেছেন হারিজ লি।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।