আচেহ’তে স্বর্গীয় আশ্রয়


2015.05.15
BOAT_PEOPLE_PICTURE5.jpg

আচেহ’র কুয়ালা লাংসায় একজন বাংলাদেশি অভিবাসী ঘাসের উপর শুয়ে ঘুমাচ্ছে। ১৫ মে,২০১৫ [বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTUR4.jpg

ইন্দোনেশিয়ার এক উদ্ধার কর্মী মিয়ানমার ও বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বাহী নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৫ মে ২০১৫ [বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTURE1.jpg

মিয়ানমার থেকে আসা মুসলিম রহিঙ্গা শরনার্থী হাসিনা তার ৩ সন্তানকে নিয়ে পূর্ব আচেহ’র কুয়ালা লাংসার আশ্রয় কেন্দ্রে উঠেছে। গত ১৫ মে, ২০১৫ স্থানীয় জেলেরা তাদের সাগর থেকে উদ্ধার করে।[বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTURE3.jpg

কুয়া লাংসার আশ্রয় শিবিরে মিয়ানমারের এক রোহিঙ্গা শরনার্থী মালয়েশিয়ায় অবস্থানরত তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় কাঁদছিলেন। ১৫ মে, ২০১৫ [বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTURE6.jpg

উত্তর আচেহ’র লোক্স শুকনে স্পোর্টস হলে রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী সকালের নাস্তা করছেন। ১২ মে,২০১৫ [বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTURE_7.jpg

উত্তর আচেহ’র কুয়ালা ক্যাংকইতে মাছের গুদামের কাছে পৌছানো রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীরা গ্রামের লোকজনের দেয়া সাহায্য সামগ্রী বহন করছে। ১৩ মে,২০১৫ [বেনার নিউজ]

BOAT_PEOPLE_PICTURE8_.jpg

কুয়ালা কেংকইতে মাছের গুদামে একটি রোহিঙ্গা শিশু খাবার খাচ্ছে। ১৩ মে,২০১৫ [বেনার নিউজ]

Aceh_boatpeople_11.jpg

দুজন স্বাস্থ্য কর্মী কেংকইতে জরুরি আশ্রয় কেন্দ্রে বাংলাদেশি ও রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ১৪ মে,২০১৫ [বেনার নিউজ]

Aceh_boatpeople_10.jpg

আশ্রয় কেন্দ্রে এক রোহিঙ্গা শিশু। ১৪ মে,২০১৫ [বেনার নিউজ]

Aceh_boatpeople_12.jpg

কুয়ালা কেংকইতে একটি জরুরি আশ্রয় কেন্দ্রে জাতি সংঘের শরনার্থী পূনর্বাসন সংস্থা (ইউএনএইচসিআর) এর কর্মীরা অভিবাসীদের তথ্য সংগ্রহ করার কাজ করছেন। ১৪ মে,২০১৫, [বেনার নিউজ]

Aceh_boatpeople_13.jpg

ইমিগ্রেশন অফিসাররা তথ্য সংগ্রহের জন্য এক রোহিঙ্গা মেয়ের ছবি নিচ্ছেন। ১৩ মে,২০১৫ [বেনার নিউজ]

দীর্ঘ দিন ধরে সাগরে ভেসে নৌকায় করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে প্রায় ১৩ শত অভিবাসী ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুমাত্রা উপকূলে গত ১০ মে এসে পৌঁছায়।

কয়েক হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা সাগরে ভাসমান অবস্থায় ভয়ংকর অবস্থার মধ্যে পড়ে খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় ক্ষুধার্ত দিন কাটাচ্ছিল। আরো কয়েক হাজার ভাসমান অবস্থায় সাগরে রয়েছে বলে জানা যায়। নৌকার চালক ও ক্রুরা এই অবস্থার মধ্যে যাত্রীদের ফেলে রেখে পালিয়ে যায়।

আচেহর মাছধরা জেলেরা সাগর থেকে কয়েক শত অভিবাসীকে উদ্ধার করে নিরাপদ ভূমিতে নিয়ে আসে।বেনার নিউজ আচেহ’র বিভিন্ন জরুরি আশ্রয় কেন্দ্রের ভেতরে গিয়ে কাছ থেকে আশ্রয় প্রাপ্তদের অবস্থা দেখতে পায় ও তাদের ছবি তুলে নেয়।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।