Follow us

আচেহ’তে স্বর্গীয় আশ্রয়

2015-05-15
ই-মেইল করুন
মন্তব্য করুন
Share

দীর্ঘ দিন ধরে সাগরে ভেসে নৌকায় করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে প্রায় ১৩ শত অভিবাসী ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুমাত্রা উপকূলে গত ১০ মে এসে পৌঁছায়।

কয়েক হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা সাগরে ভাসমান অবস্থায় ভয়ংকর অবস্থার মধ্যে পড়ে খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় ক্ষুধার্ত দিন কাটাচ্ছিল। আরো কয়েক হাজার ভাসমান অবস্থায় সাগরে রয়েছে বলে জানা যায়। নৌকার চালক ও ক্রুরা এই অবস্থার মধ্যে যাত্রীদের ফেলে রেখে পালিয়ে যায়।

আচেহর মাছধরা জেলেরা সাগর থেকে কয়েক শত অভিবাসীকে উদ্ধার করে নিরাপদ ভূমিতে নিয়ে আসে।বেনার নিউজ আচেহ’র বিভিন্ন জরুরি আশ্রয় কেন্দ্রের ভেতরে গিয়ে কাছ থেকে আশ্রয় প্রাপ্তদের অবস্থা দেখতে পায় ও তাদের ছবি তুলে নেয়।

পুর্ণাঙ্গ আকারে দেখুন