Follow us

প্রচারণা শেষ, নির্বাচনের অপেক্ষা বাংলাদেশে

বেনারনিউজ স্টাফ
ওয়াশিংটন ডিসি
2018-12-28
ই-মেইল করুন
মন্তব্য করুন
Share

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রচারণার শেষ দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট উভয়েই নিজেদের পক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন, হয়রানি ও ধরপাকড়ের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোট দাবি করেছে বিরোধী জোট আওয়ামী লীগের কর্মীদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।

তবে নির্বাচন কমিশনের মতে, শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা শুক্রবার বলেছেন, “উৎসবমূখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

পুর্ণাঙ্গ আকারে দেখুন