বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা উৎসব


2015.10.23
image002.jpg

পুরানা ঢাকার মন্দিরে অপরূপ সাজে মা দুর্গা। ১৮ অক্টোবর,২০১৫ বেনার নিউজ

image001.jpg

মা দুর্গার রূপদানের কাজ চলছে, নারায়নগঞ্জের ছবি। ১৬ অক্টোবর,২০১৫ বেনার নিউজ

image003.jpg

বগুড়ার একটি মন্দিরে পূজা-অর্চনা। ২০ অক্টোবর বেনার নিউজ

image005.jpg

পূজার উপকরণ বিতরন হচ্ছে, রামকৃষ্ণ মিশন ঢাকা। ২০ অক্টোবর, বেনার নিউজ

image006.jpg

ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পূজামণ্ডপ পরিদর্শন করছেন, ১৯ অক্টোবর, বেনার নিউজ

image007.jpg

ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা। ২২ অক্টোবর, বেনার নিউজ

image008.jpg

হিন্দু নারীদের সিঁদুর মেখে নেচে-গেয়ে আনন্দ করছে। ২২ অক্টোবর, বেনার নিউজ

image009.jpg

বগুড়ার একটি মন্দিরে মেয়েরা সিঁদুর মেখে ছবি তুলছে। ২২ অক্টোবর, বেনার নিউজ

image010.jpg

বুড়িগঙ্গায় মা দুর্গাকে বিসর্জনের জন্য নেয়া হয়েছে। ২৩ অক্টোবর, বেনার নিউজ

image011.jpg

বুড়িগঙ্গায় মা দুর্গাকে বিসর্জন দেয়া হলো। ২৩ অক্টোবর, বেনার নিউজ

পাঁচদিন ধরে পূজার নানা আনুষ্ঠানিকতা থাকে। কিন্তু প্রস্তুতি শুরু হয় আরো আগে থেকে। বিসর্জনের মধ্যদিয়ে এর পরিসমাপ্তী ঘটে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশেও দুর্গাপূজার সংখ্যা বেড়েছে। গত বছরের চেয়ে ৬৮৭টি বেড়ে এবার সারা দেশে ২৯ হাজার ৭৪ মণ্ডপে দুর্গাপূজা হয়েছে।

১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। এরপর ১৯ অক্টোবর ষষ্ঠী, ২০ অক্টোবর মহাসপ্তমী ও ২১ অক্টোবর মহাষ্টমী পূজা হয়। মহাষ্টমীর দিন রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হয় ‘কুমারী পূজা’।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।