হলি আর্টিজানে সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা

জেসমিন পাপড়ি
2017.07.01
ঢাকা
জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হলি আর্টিজান ভবনটির ফটক চার ঘণ্টা খোলা রাখা হয়।

জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হলি আর্টিজান ভবনটির ফটক চার ঘণ্টা খোলা রাখা হয়। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সিটিটিসি প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

সেদিনের জঙ্গি হামলায় নিহত শাওনের মায়ের কান্নায় ভারি হয়ে ওঠে গুলশানের হলি আর্টিজান এলাকা।

সেদিনের জঙ্গি হামলায় নিহত জাকির হোসেন শাওনের মায়ের কান্নায় ভারি হয়ে ওঠে গুলশানের হলি আর্টিজান এলাকা। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দেশটির এক নিহত নাগরিকের স্বজনসহ অন্যরা।

হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দেশটির এক নিহত নাগরিকের স্বজনসহ অন্যরা। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে এভাবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নিহত এক ইতালিয়ান নাগরিকের স্বজন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে এভাবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নিহত এক ইতালিয়ান নাগরিকের স্বজন। ০১ জুলাই ২০১৭। জেসমিন পাপড়ি/বেনারনিউজ

হলি আর্টিজানে নিহতদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

হলি আর্টিজানে নিহতদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও অন্যান্যরা।

বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও অন্যান্যরা। ০১ জুলাই ২০১৭। নিউজরুম ফটো

সেদিন হলি আর্টিজানে নিহত হয়েছিলেন ইতালিয়ান বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদেতে। তাঁর স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বিপুল কুমার সমাদ্দার ও কর্মকর্তারা।

সেদিন হলি আর্টিজানে নিহত হয়েছিলেন ইতালিয়ান বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদেতে। তাঁর স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বিপুল কুমার সমাদ্দার ও কর্মকর্তারা। ০১ জুলাই ২০১৭। জেসমিন পাপড়ি/বেনারনিউজ

গুলশানের হলি আর্টিজান বেকারির সেই ভবনটি এখন নিজেরা বসবাসের জন্য মেরামত করেছেন বাড়ির মালিকেরা।

গুলশানের হলি আর্টিজান বেকারির সেই ভবনটি এখন নিজেরা বসবাসের জন্য মেরামত করেছেন বাড়ির মালিকেরা। ৩০ জুন ২০১৭। নিউজরুম ফটো

রাজধানী ঢাকার গুলশানের ২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কের বাড়িটি এখন আগের মতো নেই্। ঠিক এক বছর আগেও দেশি-বিদেশিদের নিয়মিত আড্ডায় জমে উঠত হলি আর্টিজান নামে পরিচিত হয়ে ওঠা রেস্তোঁরাটি। কিন্তু গত বছরের ১ জুলাই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সে চিত্র বদলে গেছে পুরোপুরি।

ওই হামলার ঘটনায় বিদেশি নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত হন ২৪ জন। তাদের মধ্যে সাতজন জাপানি নাগরিক, নয়জন ইতালিয়ান, ছয়জন বাংলাদেশি, একজন যুক্তরাষ্ট্রের এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ওই হামলার দায় স্বীকার করে। যদিও বাংলাদেশ সরকার দেশে আইএসের উপস্থিতি স্বীকার করে না। পাঁচ বাংলাদেশি যুবক ওই হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ওই পাঁচজন নিহত হলে জিম্মি অবস্থার অবসান ঘটে।

হামলার পরে হলি আর্টিজানের মূল ভবনটি কিছুদিন পুলিশে হেফাজতে থাকলেও পরে মালিকের কাছে হস্তান্তর করা হয়। ভবনমালিক নিজে সেখানে থাকার জন্য এখন বাড়িটি মেরামতের কাজ করছেন। তবে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে গতকাল শনিবার চার ঘণ্টার জন্য ভবনটির মূল ফটক খুলে দেওয়া হয়। ভবনের সামনের বারান্দায় শ্রদ্ধা নিবেদনের জন্য সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি বেদির মতো তৈরি করা হয়।

শনিবার সকাল থেকে সেখানে ফুল দিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন দূতাবাস ও সংগঠনসহ সর্বস্তরের মানুষ। নিহতের স্বজনদের হাহাকারে ভারী হয়ে ওঠে গুলশানের পরিবেশ। ঘটনার এক বছর পরেও হলি আর্টিজান হামলার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁরা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খুব শিগগির এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।