ভারত-বাংলাদেশ সৌহার্দের সাইকেল অভিযাত্রা

জেসমিন পাপড়ি
2017.04.07
ঢাকা
প্রথম দিনই ৬৩ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে কুমিল্লায় প্রবেশ করেন সাইকেল আরোহীরা।

প্রথম দিনই ৬৩ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে কুমিল্লায় প্রবেশ করেন সাইকেল আরোহীরা। মার্চ ২২, ২০১৭। [আইএসপিআর, বাংলাদেশ]

আরোহীরা সাইকেল চালিয়ে ১৩দিনে অতিক্রম করেন ৫৩২ কিলোমিটার পথ।

আরোহীরা সাইকেল চালিয়ে ১৩দিনে অতিক্রম করেন ৫৩২ কিলোমিটার পথ। এপ্রিল ০১, ২০১৭। [পিআইডি ডিফেন্স উইং, ভারত]

সাইকেলযাত্রাটি ভারতের আগরতলায় শুরু হয়ে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, যশোর অতিক্রম করে শেষ হয় ভারতের কলকাতায়।

সাইকেলযাত্রাটি ভারতের আগরতলায় শুরু হয়ে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, যশোর অতিক্রম করে শেষ হয় ভারতের কলকাতায়। [বেনারনিউজ]

সাইকেল অভিযাত্রীদের কলকাতার ফোর্ট উইলিয়ামে স্বাগত জানানো হচ্ছে।

সাইকেল অভিযাত্রীদের কলকাতার ফোর্ট উইলিয়ামে স্বাগত জানানো হচ্ছে। ০৩, এপ্রিল ২০১৭। [পিআইডি ডিফেন্স উইং, ভারত]

কলকাতায় বাংলাদেশের অভিযাত্রীদের সাথে পরিচিত হচ্ছেন ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকসী।

কলকাতায় বাংলাদেশের অভিযাত্রীদের সাথে পরিচিত হচ্ছেন ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকসী। ০৩, এপ্রিল ২০১৭। [পিআইডি ডিফেন্স উইং, ভারত]

অভিযাত্রীদের স্বাগত জানিয়ে কলকাতায় বর্ণিল আয়োজন।

অভিযাত্রীদের স্বাগত জানিয়ে কলকাতায় বর্ণিল আয়োজন। ০৩, এপ্রিল ২০১৭। [পিআইডি ডিফেন্স উইং, ভারত]

যৌথ অভিযানের স্মারক হাতে ভারতের লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকসী ও বাংলাদেশের মেজর জেনারেল নাঈম আসফাক চৌধুরী।

যৌথ অভিযানের স্মারক হাতে ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকসী ও বাংলাদেশের ৫৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাঈম আসফাক চৌধুরী। ০৩, এপ্রিল ২০১৭। [পিআইডি ডিফেন্স উইং, ভারত]

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক যৌথ অভিযানের স্মরণে আয়োজিত দুই দেশের সেনাবাহিনীর যৌথ সাইকেল অভিযাত্রা শেষ হয়েছে। ১৩ দিনব্যাপী এই অভিযানে আরোহীরা অতিক্রম করেন ৫৩২ কিলোমিটার পথ।

অভিযানকালে তাঁরা বাংলাদেশ এবং ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এই সাইকেলযাত্রায় দুই দেশের সেনাবাহিনীর ১৫ জন করে কর্মকর্তা ও সৈনিক অংশগ্রহণ করেন।

এই যৌথ অভিযান ৪৭ বছর আগে দুই দেশের মধ্যে যে শক্তিশালী সম্পর্কের সূচনা হয়েছিল তাকে নতুন করে বাঁচিয়ে তোলার উদ্যোগ বলে অভিযান শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, “এই যৌথ অভিযান দু’দেশের সেনাবাহিনীর সর্বস্তরে সামরিক সহযোগিতাকে আরও প্রসারিত করবে।”

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত সাইকেল অভিযানটি শুরু হয় গত ২২ মার্চ সকালে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায়।

আগরতলার লিচুবাগান থেকে এই সাইকেলযাত্রার উদ্বোধন করেন ভারতীয় সেনাবাহিনীর ৪ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অমরজিৎ সিং বেদী।

এরপর অভিযানটি কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, যশোর হয়ে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পেরিয়ে গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শেষ হয় ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে।

ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে অভিযাত্রীদের স্বাগত জানান দুদেশের সেনা কর্মকর্তারা।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।