রঙ্গীন সাজে বাঙালির নববর্ষের উৎসব পালন


2015.04.15
image00.jpg

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে শিল্পীদের নাচ ও গান। [বেনার নিউজ]

image01.jpg

শিশুরাও রঙ্গীন সাজে সেজেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা ছবি। [বেনার নিউজ]

image02.jpg

দিনাজপুরে হাতি সহ একটি শোভা যাত্রা। [বেনার নিউজ]

image03.jpg

খাগড়াছড়িতে মারমা শিশুদের ঐতিহ্যবাহী নৃত্য। [বেনার নিউজ]

image04.jpg

খাগড়াছড়িতে মারমা মেয়েদের দলবদ্ধ নৃত্য। [বেনার নিউজ]

image05.jpg

চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় রঙ বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রতীক হাতে হাজার মানুষ অংশগ্রহন করে। [বেনার নিউজ]

image06.jpg

মঙ্গল শোভাযাত্রায় রঙ্গিন মাছ-হাতি-ঘোড়া সহ হাজার মা্নুষের অংশগ্রহন। [বেনার নিউজ]

image09.jpg

ময়মনসিংহ শহরে ঐতিহ্যবাহী লাঠি নৃত্য। [বেনার নিউজ]

image07.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ক্যাম্পাসে ছেলে-মেয়েরা রঙ্গীন সাজে। [বেনার নিউজ]

গত ১৪ এপ্রিল ছিলো বাংলাদেশে পহেলা বৈশাখ। পালিত হয় ১৪২২ বঙ্গাব্দের নববর্ষ।প্রতিবছরের মতো এবারো সারাদেশের সর্বস্তরের বাঙালিরা উৎসবে মেতে ওঠে। নানা রঙ্গে নানা বর্ণে নানা সাজে সজ্জিত হয়ে ভোর বেলা নেমে আসে রাস্তায়। ঢাকার রমনা বটমূলে ছায়ানট আয়োজিত ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে শুরু হয় সুর ও বাণীর মোহনীয় সঙ্গীতানুষ্ঠান। এরপর ছিলো চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বিরাট আকারের বর্ণিল পাখি-মাছ-হাতি-ঘোড়ায় সজ্জিত এই শোভাযাত্রায় অংশ নেয় রঙ্গীন কাপড় পড়ে হাজার হাজার নারী-শিশু-ছাত্র-জনতা। দেশের বিভিন্ন অঞ্চলেও চলে আঞ্চলিক গান ও নৃত্যানুষ্ঠান। দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় অংশ নেয় স্কুল-কলেজের ছেলে-মেয়েরা। রাঙ্গামাটি-খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হয় পাহাড়ি আদিবাসী চাকমা-মারমাদের আঞ্চলিক বিজু উৎসব।
বাঙালির এই সর্বজনীন নববর্ষ পালন দেশের বৃহত্তর ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।