রোহিঙ্গা শরণার্থী: অনিশ্চয়তার হাত ধরে চলা

কক্সবাজার থেকে জেসমিন পাপড়ি
2017.01.27
নাফ নদীর এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমার।

নাফ নদীর এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমার। দু'পারের সীমান্তরক্ষীদের কড়া নজর এড়িয়ে প্রাণ বাঁচাতে প্রতিদিনই বাংলাদেশে আসছে রোহিঙ্গা শরণার্থীর ঢল। টেকনাফ, জানুয়ারি ১৮, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

গাছ কেটে এসব স্থানেই গড়ে উঠছে রোহিঙ্গা বসতি

কিছুদিন আগেও এসব পাহাড়ে ছিল বন। গাছ কেটে এসব স্থানেই গড়ে উঠছে রোহিঙ্গা বসতি। কুতুপালং, জানুয়ারি ১৮, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

শরণার্থীরা বাংলাদেশে এসে নিজেরাই তৈরি করে নিচ্ছেন নিজেদের ঘর।

শরণার্থীরা বাংলাদেশে এসে নিজেরাই তৈরি করে নিচ্ছেন নিজেদের ঘর। কুতুপালং, জানুয়ারি ১৮, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

এরকম বাঁশ-পলিথিন আর মাটির অস্থায়ী ছাপড়ায় বাস করে বাঁচার স্বপ্ন দেখছেন হাজারো রোহিঙ্গা শরণার্থী।

এরকম বাঁশ-পলিথিন আর মাটির অস্থায়ী ছাপড়ায় বাস করে বাঁচার স্বপ্ন দেখছেন হাজারো রোহিঙ্গা শরণার্থী। কুতুপালং, জানুয়ারি ১৮, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

এসব শরণার্থী শিবিরে গড়ে প্রতি পাঁচ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র একটি পানির উৎস।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় মিললেও রয়েছে প্রয়োজনীয় নানা জিনিসের অভাব। এসব শরণার্থী শিবিরে গড়ে প্রতি পাঁচ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র একটি পানির উৎস। কুতুপালং, জানুয়ারি ১৮, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

সর্বস্ব হারানো রোহিঙ্গাদের এদেশে জীবিকার কোনো নিশ্চিয়তা নেই। অনেকেরই অবলম্বন ভিক্ষাবৃত্তি।

সর্বস্ব হারানো রোহিঙ্গাদের এদেশে জীবিকার কোনো নিশ্চিয়তা নেই। অনেকেরই অবলম্বন ভিক্ষাবৃত্তি। উখিয়া, জানুয়ারি ১৪, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

রোহিঙ্গা শিশুদেরও নামতে হয় জীবিকা নির্বাহের যুদ্ধে।

রোহিঙ্গা শিশুদেরও নামতে হয় জীবিকা নির্বাহের যুদ্ধে। শিশু ইমরানের মতো অনেকেই বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে। কুতুপালং, জানুয়ারি ১৪, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

মাদ্রাসা ছাড়া রোহিঙ্গা শিশুদের শিক্ষার অন্য কোনো সুযোগ নেই।

মাদ্রাসা ছাড়া রোহিঙ্গা শিশুদের শিক্ষার অন্য কোনো সুযোগ নেই। একটি মাদ্রাসা থেকে ফেরার পথে রোহিঙ্গা শিশুরা। লেদা, জানুয়ারি ১৬, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

প্রতিদিনই গাছ কেটে পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠছে রোহিঙ্গা বসতি।

প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। প্রতিদিনই গাছ কেটে পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠছে রোহিঙ্গা বসতি। কিছুদিন পর দূরের বনগুলোও হয়ত পরিণত হবে রোহিঙ্গা শিবিরে। কুতুপালং, জানুয়ারি ১৪, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

অনিশ্চিয়তা সঙ্গী করে বড়ো হচ্ছে স্বদেশহীন রোহিঙ্গা শিশুরা।

অনিশ্চিয়তা সঙ্গী করে বড়ো হচ্ছে স্বদেশহীন রোহিঙ্গা শিশুরা। কোনোদিনও কি তারা ফিরে যেতে পারবে নিজেদের দেশে? কুতুপালং, জানুয়ারি ১৪, ২০১৭। জেসমিন পাপড়ি/বেনার নিউজ

গত অক্টোবরে রোহিঙ্গাদের চরমপন্থী একটি দলের আক্রমণে মিয়ানমারের ৯ জন সীমান্তরক্ষী নিহত হন। এর প্রতিক্রয়ায় মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলোতে সহিংস অভিযান শুরু করে। অভিযানের সময় ধর্ষণ ও হত্যার মতো বিভিন্ন নির্যাতনের কারণে জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত ৬৫ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

বাংলাদেশ সরকারের হিসাবে এর বাইরে আগে থেকে আরো প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন।

সরেজমিনে নবাগত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ১৪-১৮ জানুয়ারি বেনার নিউজের বিশেষ সংবাদদাতা কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং এবং টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নারী ও শিশুসহ শরণার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।