বাংলাদেশে আবারও রোহিঙ্গা প্রবেশের ঢল

জেসমিন পাপড়ি
2017.09.01
ঢাকা
সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের গ্রামগুলোতে জ্বলা আগুনের ধোঁয়া নাফ নদীর এপার থেকেও দেখা যাচ্ছে।

সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের গ্রামগুলোতে জ্বলা আগুনের ধোঁয়া নাফ নদীর এপার থেকেও দেখা যাচ্ছে। টেকনাফ, ৩১ আগস্ট ২০১৭ প্রমথেশ শীল/বেনারনিউজ

টেকনাফের কাঞ্চনপাড়া সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক রোহিঙ্গারা।

টেকনাফের কাঞ্চনপাড়া সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক রোহিঙ্গারা। ৩১ আগস্ট ২০১৭ প্রমথেশ শীল/বেনারনিউজ

বান্দরবানের নাইক্ষংছড়ির তমব্রু সীমান্ত এলাকার নো ম্যানস ল্যান্ডে তাবু টাঙ্গিয়ে অবস্থান করছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা।

বান্দরবানের নাইক্ষংছড়ির তমব্রু সীমান্ত এলাকার নো ম্যানস ল্যান্ডে তাবু টাঙ্গিয়ে অবস্থান করছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। আগস্ট ৩১, ২০১৭ আবদুর রহমান/বেনারনিউজ

রিলিফের আশায় উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের ভিড়।

রিলিফের আশায় উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের ভিড়। ৩০ আগস্ট ২০১৭ AFP

বিজিবি’র বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে বান্দরবানের নাইক্ষংছড়ির তমব্রু এলাকার নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

বিজিবি’র বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে বান্দরবানের নাইক্ষংছড়ির তমব্রু এলাকার নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আগস্ট ২৯, ২০১৭ প্রমথেশ শীল/বেনারনিউজ

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে নাফ নদীর তীরে সর্তক অবস্থানে বিজিবি।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে নাফ নদীর তীরে সর্তক অবস্থানে বিজিবি। আগস্ট ৩০, ২০১৭ আবদুর রহমান/বেনারনিউজ

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সেপ্টেম্বর ০১, ২০১৭ আবদুর রহমান/বেনারনিউজ

নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত শাহপরীর দ্বীপ সৈকতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মৃতদেহ।

নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত শাহপরীর দ্বীপ সৈকতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মৃতদেহ। আগস্ট ৩১, ২০১৭ আবদুর রহমান/বেনারনিউজ

কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গারা।

কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গারা। ৩০ আগস্ট ২০১৭ AFP

বাংলাদেশের সীমান্তরক্ষীদের কঠোর নজরদারি স্বত্বেও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গাদের ঢল অব্যাহত রয়েছে।

দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণে বাঁচতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় জাতিসংঘ কার্যালয় সূত্র। এছাড়াও বাংলাদেশে প্রবেশের জন্য আরো বিশ হাজারের বেশি রোহিঙ্গা সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে পালিয়ে আসার পথে দুদেশের মধ্যকার সীমান্ত নির্ধারণকারী নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে। শুক্রবার পর্যন্ত নাফ নদী থেকে ৪৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।

গত ২৪ আগস্ট রাতে একসঙ্গে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর দেশটির সেনাবাহিনী রাখাইন জুড়ে অভিযান শুরু করে। যাকে ‘চরমপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বলা হচ্ছে।

তবে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, মূলতঃ রোহিঙ্গা নিধনের উদ্দেশ্যেই অপারেশনের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেনারা। এদিকে চলমান সহিংসতায় এখনো পর্যন্ত চারশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বেনারকে বলেন, রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৪ হাজার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।