চীনা প্রভাব
অর্থনীতি ও সমর শক্তি হিসেবে নিজের সীমানার বাইরেও প্রভাব বাড়িয়ে চলেছে চীন। চীন বিভিন্ন দেশের সরকারি নীতিমালাকে প্রভাবিত করার পাশাপাশি নাগরিকদের জীবনযাপনকেও প্রভাবিত করে চলেছে। চীনের ‘ঐক্যবদ্ধ সমৃদ্ধ এশিয়ার’ প্রতিশ্রুতি মূলত এই অঞ্চলে চীনের আধিপত্যবাদের আশঙ্কা বাড়িয়ে তুলছে। চীন কীভাবে পুরো অঞ্চলকে বদলে দিচ্ছে, সে সম্পর্কে রেডিও ফ্রি এশিয়া ও বেনারনিউজের সাম্প্রতিক কিছু প্রতিবেদন এখানে পাবেন।