বাংলাদেশে আটক

এই প্রতিবেদনটি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সম্পর্কে, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকারের সমালোচনা করে কার্টুন আঁকার পর ডিজিটাল নিরাপত্তা আইনে যাকে গ্রেপ্তার হয়ে দশ মাস জেল খাটতে হয়েছিল।

সতর্কতা: কিছু ছবি কারো কারো জন্য অস্বস্তিকর হতে পারে।

kishore1.jpg
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জানিয়েছেন, ২০২০ সালের ২ মে কিছু লোক তাঁকে তাঁর ঢাকার বাসা থেকে তুলে অজ্ঞাত স্থানে আটকে বহুক্ষণ তাঁর কার্টুন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।
kishore3.jpg
“পায়ে অনেক মেরেছে। কানের পর্দা ফেটে গেছে। চোখে ঠিক মতো দেখি না। দাঁতেও ব্যথা… পায়ের তালুতে অনেক পেটানো হয়েছে,” ৪ মার্চ জেল থেকে ছাড়া পেয়ে বেনারকে বলেন কিশোর।
kishore2.jpg
কিশোর জানান, একদিন বিকেলে তাঁকে র্যাব অফিসে নেবার পর সেখানে তিনি লেখক মুশতাক আহমেদকে দেখতে পান। মুশতাককেও অনেক মারধর করা হয়েছে বলে মনে হচ্ছিল তাঁর। সেখানে মুশতাক তাঁকে বলেন, “বি প্রাউড ম্যান! তুমি কোনো অপরাধ করোনি।”
kishore4.jpg
সরকারের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনারকে বলেছেন, কিশোর অথবা মুশতাক কাউকেই নির্যাতন করা হয়নি। আইন অনুযায়ী ৫ মে কিশোরকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার ভেতর আদালতে তোলা হয় বলে জানান র্যাব কর্মকর্তারা।
kishore5.jpg
সরকারি ভাষ্যমতে, জেলখানায় আকস্মিকভাবে “স্বাভাবিক মৃত্যু” হয় মুশতাক আহমেদের। এর কিছুদিন পর স্বাস্থ্যগত কারণে জামিনে মুক্ত হন কিশোর। “আমি শুনেছি যে তাঁর মৃত্যুর কারণেই আমি মুক্তি পেয়েছি। এমন মুক্তি তো আমি চাই না,” ডেইলি স্টারকে বলেন কিশোর।
kishore6.jpg
মুশতাক আহমেদের স্ত্রী লিপা আখতার বেনারকে বলেন, ২৫ ফেব্রুয়ারি জেলখানায় মৃত্যুর দুইদিন আগে মুশতাককে জামিন দিলে “উনি আমাদের মাঝে থাকতেন। মারা গেলে আমাদের কাছেই মরতেন। কিন্তু জেলখানায় মরতে হতো না।”

মানবাধিকার কর্মীদের মতে, বাংলাদেশে ‘গুম’ খুব সাধারণ বিষয় হলেও গুম হওয়ার পর ফিরে আসা বেশিরভাগ মানুষই ওই সময় তাঁদের ওপর কী ঘটেছিল সে বিষয়ে প্রায় চুপ থাকেন।

তবে মুখ খুলেছেন কিশোর।

তাঁকে আটকের পর নির্যাতনের বিচার চেয়ে আদালতে মামলা করেছেন কিশোর। অভিযোগে তিনি জানান, তাঁকে গ্রেপ্তার দেখানোর চার দিন আগেই অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন চালায়।

কিশোরের অভিযোগ সম্পর্কে পুলিশের তদন্ত চলমান।


ছবি: রেবেল পিপার। প্রতিবেদন: বেনারনিউজ
-------------
ওয়েবপেজ তৈরি: মিন-হা লি
-------------
সম্পাদনা: আশীফ এন্তাজ রবি, এইচ.লিও কিম, ইমরান ভিটাচি, কেইট বেডাল, মাহবুব লীলেন, পল নেলসন, শৈলজা নীলাকান্তন
-------------
প্রস্ততকারী: বেনারনিউজ
-------------
© ২০২১ বেনারনিউজ। সকল স্বত্ব সংরক্ষিত
-------------
Facebook - Youtube - Twitter