ইউনেস্কো'র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ঢাকার রিকশা ও রিকশা-চিত্র

গত ৬ ডিসেম্বর ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকার রিকশা ও রিকশাচিত্র। এ সুখবর পেয়ে আনন্দিত রিকশাচিত্র শিল্পীরা। তবে রিকশাচিত্রের সোনালি দিন আর নেই। নানা কারণে তা হারিয়ে যেতে বসেছে। গবেষকরা বলছেন, বিংশ শতাব্দীর তিরিশের দশকে ঢাকায় রিকশা ব্যবহার শুরু হয়। অযান্ত্রিক এই ত্রিচক্রযানের ওপর চিত্রের বিকাশ পঞ্চাশের দশক থেকে।