ভিডিও

মিয়ানমারে যুদ্ধ করতে কিশোরদের অপহরণ, রোহিঙ্গা শরণার্থী শিবিরে আতঙ্ক

2024-08-30

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে অপহরণের ঘটনা দীর্ঘদিনের একটি চলমান সমস্যা। পুরুষ ও মহিলাদের শ্রম বা যৌন কাজের জন্য পাচার করার ঘটনা যেমন রয়েছে, তেমন রোহিঙ্গা নেতাদের অপহরণ করা হয় শরণার্থীধের সমর্থনের জন্য শাস্তি হিসাবে। কখনও কখনও শরণার্থীদের অপহরণ করা হয় কেবল তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য। কিন্তু এই বছরের শুরু থেকে অপহরণের একটি ভিন্ন রূপ সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। মিয়ানমারের সামরিক সরকার রাখাইন রাজ্যে বেশ কয়েকটি গোষ্ঠীর সাথে যুদ্ধে হিমশিম খাচ্ছে। যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির মুখে ফেব্রুয়ারিতে একটি দীর্ঘ-সুপ্ত সেনা নিয়োগ আইন প্রয়োগের ঘোষণা করেছে। বিভিন্ন অপরাধী চক্র সামরিক বাহিনী এবং এমনকি তাদের বিরোধী শক্তির যুদ্ধে মানুষ সরবরাহের জন্য কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আটক বিপুল জনসংখ্যাকে ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলে মনে হচ্ছে।

সবচেয়ে বেশি দেখা হয়েছে