প্রচারণা শেষ, নির্বাচনের অপেক্ষা বাংলাদেশে

বেনারনিউজ স্টাফ
2018.12.28
ওয়াশিংটন ডিসি
Share on WhatsApp
Share on WhatsApp
181228_SS_01.JPG

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় সেনাবাহিনীর যানবাহন তল্লাশি। ২৮ ডিসেম্বর ২০১৮। [বেনারনিউজ]

181228_SS_02.jpg

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিজের বাসভবন সুধাসদন থেকে টাঙ্গাইল, কুমিল্লা, পাবনা ও যশোর জেলার নেতা-কর্মীদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন। ২৭ ডিসেম্বর ২০১৮। [বাসস]

181228_SS_03.JPG

ঢাকায় জাতীয় ঐক্য ফ্রন্টের সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীক হাতে নেতৃবৃন্দ। ২৭ ডিসেম্বর ২০১৮। [বেনারনিউজ]

181228_SS_04.jpg

নির্বাচন উপলক্ষে ঢাকায় জাতীয় পার্টি প্রধান এইচ এম এরশাদের সংবাদ সম্মেলন। ২৭ ডিসেম্বর ২০১৮। [বেনারনিউজ]

181228_SS_05.jpg

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। ঢাকার সিএমএম আদালত থেকে তোলা ছবি। ২৬ ডিসেম্বর ২০১৮। [নিউজরুম ফটো]

181228_SS_06.jpg

নির্বাচনী প্রচারণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষরা। ২৫ ডিসেম্বর ২০১৮। [নিউজরুম ফটো]

181228_SS_07.jpg

ঢাকার শ্যামপুর এলাকায় প্রচারণার সময় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের কর্মীদের মারধোর করে জাতীয় পার্টির সমর্থকরা। ২৫ ডিসেম্বর ২০১৮। [বেনারনিউজ]

181228_SS_08.jpg

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের প্রচারণা। ২৪ ডিসেম্বর ২০১৮। [নিউজরুম ফটো]

181228_SS_09.jpg

রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার মিছিলে নেতাকর্মীরা। ২৩ ডিসেম্বর ২০১৮। [নিউজরুম ফটো]

181228_SS_10.jpg

ভোটকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ট্রেনে উপচে পড়া ভিড়। ছবিটি কমলাপুর রেল স্টেশন থেকে তোলা। ২৭ ডিসেম্বর ২০১৮। [নিউজরুম ফটো]

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রচারণার শেষ দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট উভয়েই নিজেদের পক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন, হয়রানি ও ধরপাকড়ের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোট দাবি করেছে বিরোধী জোট আওয়ামী লীগের কর্মীদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।

তবে নির্বাচন কমিশনের মতে, শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা শুক্রবার বলেছেন, “উৎসবমূখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।