করোনার সতর্কতার মধ্যে চলছে দুর্গোৎসব
জেসমিন পাপড়ি
2021.10.14
ঢাকা
2021.10.14
ঢাকা
আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। তবে করোনাভাইরাস মহামারির কারণে এবারও পূজার আমেজ কিছুটা আলাদা। করোনার সংক্রমণ এড়াতে বাংলা ভাষাভাষী দুই অঞ্চলের পূজামণ্ডপগুলোতে দুর্গোৎসব আয়োজনে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।
গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচদিনব্যাপী বাঙালির এই শারদোৎসব, ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় ৩৭ হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে কলকাতায় আড়াই হাজার।