করোনার সতর্কতার মধ্যে চলছে দুর্গোৎসব

জেসমিন পাপড়ি
2021.10.14
ঢাকা
ss_01.jpg

ঢাকার বাসাবো এলাকার একটি মণ্ডপে দুর্গাপ্রতিমার সাথে সেলফি তুলছেন এক মা ও মেয়ে। ১২ অক্টোবর ২০২১। [বেনারনিউজ]

ss_02.jpg

ঢাকার ধানমন্ডিতে সার্বজনীন পূজা মণ্ডপে মোমবাতি প্রজ্বলন করছে একটি পরিবার। ১১ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

ss_03.jpg

কলকাতার দমদম ভারতচক্র ক্লাবের পূজামণ্ডপ। ৯ অক্টোবর ২০২১। [যাজ্ঞসেনী চক্রবর্তী/বেনারনিউজ]

ss_04.jpg

কলকাতার নবীনপল্লী বাগবাজারে দুর্গার দশ হাতের ভিন্নধর্মী বিন্যাস। ৯ অক্টোবর ২০২১। [যাজ্ঞসেনী চক্রবর্তী/বেনারনিউজ]

ss_05.jpg

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঢাকার ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপে ধর্মীয় প্রতীক আঁকা মাস্ক পরে পূজা করছেন এক নারী। ১২ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

ss_06.jpg

দক্ষিণ কলকাতার শিব মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ। ১৩ অক্টোবর ২০২১। [যাজ্ঞসেনী চক্রবর্তী/বেনারনিউজ]

ss_07.jpg

ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পূজার মেলা থেকে রাধা কৃষ্ণের পুতুল কিনেছে এক শিশু। ১২ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

ss_08.jpg

ঢাকার রমনা কালীমন্দিরে পূজার মেলায় নাগরদোলায় চড়ছে শিশুরা। ১২ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

ss_09.jpg

ঢাকার রমনা কালীমন্দিরে পূজার মেলায় চিত্রশিল্পীর কাছে তাৎক্ষণিকভাবে নিজের ছবি আঁকিয়ে নিচ্ছে এক শিশু। ১২ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

ss_10.jpg

ঢাকার রমনা কালীমন্দিরে পূজার মেলায় দোল খাচ্ছে এক শিশু। ১২ অক্টোবর ২০২১। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। তবে করোনাভাইরাস মহামারির কারণে এবারও পূজার আমেজ কিছুটা আলাদা। করোনার সংক্রমণ এড়াতে বাংলা ভাষাভাষী দুই অঞ্চলের পূজামণ্ডপগুলোতে দুর্গোৎসব আয়োজনে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।

গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচদিনব্যাপী বাঙালির এই শারদোৎসব, ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি। 

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় ৩৭ হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে কলকাতায় আড়াই হাজার।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।