বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে তরুণদের সমাবেশ

বেনারনিউজ স্টাফ
2019.09.20
ব্যাংকক, ম্যানিলা, জাকার্তা ও ঢাকা
190920-SEA-climate-1.jpg

জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে না পারলে কী হতে পারে তা দেখাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে মৃতের মতো পড়ে আছেন তরুণেরা। ২০ সেপ্টেম্বর ২০১৯। [পিমুক রাকানাম/বেনারনিউজ] [পিমুক রাকানাম/বেনারনিউজ]

190920-SEA-climate-2.jpg

জাকার্তায় জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে ষোলো বছর বয়েসি সুইডিশ পরিবেশবাদী কিশোরী গ্রেটা টুনবার্গের ছবিসহ ‘গ্রেটা আমাদেরও’ লেখা পোস্টার প্রদর্শন করছেন ইন্দোনেশিয়ার শিক্ষার্থী আন্দ্রে ইরলানগা । ২০ সেপ্টেম্বর ২০১৯। [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ] [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ]

190920-SEA-climate-3.JPG

বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জলবায়ু পরিবর্তন মোকাবেলার আহ্বান জানিয়ে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে শিক্ষার্থীদের সমাবেশ। ২০ সেপ্টেম্বর ২০১৯। [মেঘ মনির/বেনারনিউজ] [মেঘ মনির/বেনারনিউজ]

190920-SEA-climate-4.jpg

ম্যানিলার ইউনিভার্সিটি অব ফিলিপিনস-এ জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে নবায়নযোগ্য জ্বালানির প্রতীক পিকাচুর সাথে খেলছে শিশুরা। ২০ সেপ্টেম্বর ২০১৯। [জজো রিনোজা/বেনারনিউজ] [জজো রিনোজা/বেনারনিউজ]

190920-SEA-climate-5.jpg

ব্যাংককে জলবায়ু পরিবর্তন রোধের আহ্বান জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করছেন অংশগ্রহণকারীরা। ২০ সেপ্টেম্বর ২০১৯। [পিমুক রাকানাম/বেনারনিউজ] [পিমুক রাকানাম/বেনারনিউজ]

190920-SEA-climate-6.jpg

ম্যানিলার ইউনিভার্সিটি অব ফিলিপিনস-এ জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে প্ল্যাকার্ড হাতে একজন পরিবেশকর্মী। ২০ সেপ্টেম্বর ২০১৯। [জজো রিনোজা/বেনারনিউজ] [জজো রিনোজা/বেনারনিউজ]

190920-SEA-climate-7.jpg

জাকার্তায় জলবায়ুর পরিবর্তন বিরোধী সমাবেশ। ২০ সেপ্টেম্বর ২০১৯। [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ] [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ]

190920-SEA-climate-8.JPG

ঢাকায় জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা। ২০ সেপ্টেম্বর ২০১৯। [মেঘ মনির/বেনারনিউজ] [মেঘ মনির/বেনারনিউজ]

190920-SEA-climate-9.jpg

ম্যানিলায় জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে সাইকেল ও রণপা নিয়ে বিভিন্ন ধরনের করসৎ দেখাচ্ছেন অংশগ্রহণকারীরা। ২০ সেপ্টেম্বর ২০১৯। [জজো রিনোজা/বেনারনিউজ] [জজো রিনোজা/বেনারনিউজ]

190920-SEA-climate-10.jpg

জাকার্তায় জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশ। ২০ সেপ্টেম্বর ২০১৯। [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ] [আফ্রিয়াদি হিকমাল/বেনারনিউজ]

190920-SEA-climate-11.jpg

ব্যাংককে জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে অংশগ্রহণকারীদের সাথে থাইল্যান্ডের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি পারমানেন্ট সেক্রেটারি এডিসন নুচদাম্রঙ। ২০ সেপ্টেম্বর ২০১৯। [পিমুক রাকানাম/বেনারনিউজ] [পিমুক রাকানাম/বেনারনিউজ]

190920-SEA-climate-12.jpg

ম্যানিলায় জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশে প্ল্যাকার্ড দেখাচ্ছেন একজন অংশগ্রহণকারী। ২০ সেপ্টেম্বর ২০১৯। [জজো রিনোজা/বেনারনিউজ] [জজো রিনোজা/বেনারনিউজ]

জলবায়ুর পরিবর্তন রোধে সারা বিশ্বের সাথে শুক্রবার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের তরুণরাও অংশগ্রহণ করেছেন ‘ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচিতে।
জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সামিটের মাত্র তিন দিন আগে বিশ্বের ১৫০টির বেশি দেশের মানুষেরা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জলবায়ু পরিবর্তন রোধের আহ্বান জানিয়ে এক সাথে এই সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণ করেন।

“ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু করতে চাই। এই বিশ্ব মারা যাচ্ছে, সে বিষয়ে কিছুই করা হচ্ছে না, যা খুবই হতাশজনক। আমি এমন কিছু করতে চাই যা, বিশ্বের ভব্যিৎ শিশুদের জীবন রক্ষায় সহায়তা করতে পারে,” বেনারকে বলেন ব্যাংককের বার্কলে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মারলেনা উইলসন (১৭)।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ম্যানিলা থেকে জজো রিনোজা, ব্যাংকক থেকে পিমুক রাকানাম, জাকার্তা থেকে আফ্রিয়াদি হিকমাল ও ঢাকা থেকে মেঘ মনির।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।