প্রথমবারের মতো বাংলাদেশ এবং মালয়েশিয়া থেকে কার্ডিনাল মনোনীত
2016.11.21
প্রথমবারের মতো মুসলিম প্রধান বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে দুজন আর্চবিশপ কার্ডিনালের মর্যাদা পেয়েছেন। কার্ডিনাল পদটি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদ।
গত নয় অক্টোবার রোমান ক্যাথলিকদের প্রধান পোপ ফ্রান্সিস ভেটিকানে ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও এবং কুয়ালামপুরের আর্চবিশপ এ্যান্থনি সতার ফার্নান্দেজ-সহ মোট ১৭ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করেন। এর মধ্যে ১১জন তাদের নিজ নিজ দেশে থেকে নির্বাচিত প্রথম কার্ডিনাল।
প্রথম বাঙালি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ১৯৪৩ সালের ১লা অক্টোবার বরিশাল জেলার পাদ্রিশিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ১০ অক্টোবর থেকে যাজক হিসেবে নিয়োজিত।
১০ ডিসেম্বর ১৯৬৬ থেকে যাজক হিসেবে নিয়োজিত প্রথম মালয়েশিয়ান কার্ডিনাল এ্যান্থনি সতার ফার্নান্দেজ জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ২২ এপ্রিল।
গত ১৯ নভেম্বর ভেটিকানে পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে নতুন কার্ডিনালদের অভিষিক্ত করেন।
ঢাকার আর্চবিশপ কার্ডিনাল নির্বাচিত হওয়ায় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনারকে জানান “শ্রদ্ধেয় কার্ডিনাল বাংলাদেশকে আন্তর্জাতি অঙ্গনে সুপরিচিত করেছন। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সাথে ব্যাক্তিগতভাবে আমার খুবই সুসম্পর্ক রয়েছে। প্রায়ই আমি তার কাছ থেকে দেশে সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার বিষয়ে বিভিন্ন সুপরামর্শ পেয়ে থাকি।”
উল্লেখ্য যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকার খ্রিস্টান অধ্যুষিত তেজগাঁ এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য।
অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন “আর্চবিশপ ফার্নান্দেজের কার্ডিনাল মর্যাদাপ্রাপ্তি মালয়েশিয়ার জন্য একটি সম্মানজনক ঘটনা এবং মালয়েশিয়ার বহুমুখী সংস্কৃতিভিত্তিক সমাজের এক আন্তর্জাতিক স্বীকৃতি।”
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কার্ডিনাল মনোনীত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরিশালের ব্যবসায়ী ম্যাথু বিশ্বাস বলেন “বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি আক্রমণের ঘটনায় আমরা তো ভাবতে শুরু করেছিলাম যে আমাদের পক্ষে এখন নিজেদের খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়াও দুষ্কর হবে। কিন্তু কার্ডিনাল হিসেবে ঢাকার আর্চবিশপের মনোনয়ন আমাদেরকে এই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যে, একজন গর্বিত খ্রিস্টান হিসেবে লাখো মুসলিম ভাইদের সাথে আমরাও এই দেশে সুরক্ষিত।”